মা অ.সুস্থ, আজ পঞ্চায়েত ভোটের প্রচারে যাচ্ছেন না সায়নী

আজ, মঙ্গলবার দলের তরফে সায়নীকে ফের প্রচারে নামানোর কথা ছিল। কাটোয়ায় প্রচার কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানা গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেই সূচি বাতিল করেছেন সায়নী

প্রথমে তলব এবং তারপর টানা ১১ঘন্টা ইডির জিজ্ঞাসাবাদ, এই পর্বে খুব স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে তাল কেটেছে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের। যদিও আজ, মঙ্গলবার দলের তরফে সায়নীকে ফের প্রচারে নামানোর কথা ছিল। কাটোয়ায় প্রচার কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানা গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেই সূচি বাতিল করেছেন সায়নী।

তৃণমূল সূত্রে খবর, সায়নী দলকে জানিয়েছেন যে, তাঁর মা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। সেই কারণেই তিনি আজ যেতে পারছেন না। তবে আগামী ৬ তারিখ প্রচারের শেষদিনে একটি কর্মসূচি রয়েছে, সেখানে সায়নী অংশ নেবেন।

নিয়োগ মামলায় গত শুক্রবার ইডি দফতরে হাজিরা দেন সায়নী ঘোষ। টানা ১১ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে। এরই মধ্যে আগামিকাল, বুধবার ফের ইডির দফতরে সায়নীর হাজিরার দিন রয়েছে। সূত্রের খবর, সায়নীর হাজিরা দিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:ফের রাজনৈতিক সং.ঘর্ষে উত্ত.প্ত ভাঙড়