Monday, January 19, 2026

ইঁদুরের ‘বদান্যতায়’ বেকসুর খালাস ২ অভিযুক্ত! আজব কাণ্ড চেন্নাইয়ে

Date:

Share post:

ইঁদুরের ‘বদান্যতায়’ বেকসুর খালাস ২ অভিযুক্ত! এক-দু কেজি নয়, ২২ কেজি গাঁজা খেয়ে নিল ইঁদুর। আজব কাণ্ড চেন্নাইয়ের (Chennai)। গাঁজা পাচারে অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে মেরিনা থানার পুলিশ (Police)। তাঁদের থেকে ২২ কেজি গাঁজা পেলে। কিন্তু ইঁদুর গাঁজা খেয়ে ফেলায় আদালতে কোনও অভিযোগ প্রমাণ করতে পারেনি পুলিশ। ফলেই অভিযুক্তদের বেকসুর মুক্তি দেন বিচারক।

২০২০ সালে ২২ কেজি গাঁজা-সহ রাজাগোপাল ও নাগেশ্বরা রাও-কে গ্রেফতার করে মেরিনা পুলিশ। গাঁজা (Marijuana) বাজেয়াপ্ত করে মালখানায় রাখে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি এনডিপিএস আদালতে মামলাটি উঠলে চার্জশিট দাখিল করলেও, সব মিলিয়ে মোটে ১০০ গ্রাম গাঁজা জমা দেয় পুলিশ। তার মধ্যে ৫০ গ্রাম অভিযুক্তদের কাছে আর বাকি ৫০ গ্রাম ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

এই দেখে তাজ্জব বিচারক। বাজেয়াপ্ত হওয়া বাকি ২১.৯ কেজি গাঁজা কোথায় জানতে চান তিনি। পুলিশের উত্তর আরও আজব। তারা জানায়, বাজেয়াপ্ত হওয়া গাঁজা মালখানায় জমা রাখা ছিল। সেখানে ইঁদুরের ব্যাপক উপদ্রব। তারাই গাঁজা খেয়েছে। প্রমাণের অভাবে ২ অভিযুক্তকে বেকসুর খালস ঘোষণা করে দেন বিচারক। মুক্তির পরে রাজাগোপাল ও নাগেশ্বরা রাও ইঁদুরদের ধন্যবাদ জানাতে যাবেন কি না- সেটা অবশ্য জানা যায়নি।

spot_img

Related articles

শীতের শহরে রহস্যের হাতছানি! ‘সোনার কেল্লা’ দিয়েই নন্দনে শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব

উত্তুরে হাওয়ার আমেজ আর টানটান উত্তেজনার রহস্য রোমাঞ্চ— এই দুইয়ের মেলবন্ধনে এবার জমজমাট হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক শিশু...

ভারতে প্রথমবার! ১০ মাস আগেই টিকিট কেটে হাউসফুল দেশু-৭ 

দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে টলিউডের একসময়ের সবথেকে চর্চিত জুটি দেব-শুভশ্রী। ছবির নাম এখনও...

তৃণমূলের দাবিতে সিলমোহর! এবার সুপ্রিম নির্দেশ পালন করুক কমিশন 

এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের তোলা একাধিক দাবিতে মান্যতা দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট নির্দেশ...

পকেটে ছ্যাঁকা সুরাপ্রেমীদের! রাজ্যে মদের বিক্রি কমল ২০ শতাংশ 

ক্যালেন্ডারের পাতা ওল্টাতেই রাজ্যে সুরাপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ। ১ ডিসেম্বর থেকে মদের ওপর বাড়তি কর চাপানোর সরকারি সিদ্ধান্তের...