Friday, December 26, 2025

ইঁদুরের ‘বদান্যতায়’ বেকসুর খালাস ২ অভিযুক্ত! আজব কাণ্ড চেন্নাইয়ে

Date:

Share post:

ইঁদুরের ‘বদান্যতায়’ বেকসুর খালাস ২ অভিযুক্ত! এক-দু কেজি নয়, ২২ কেজি গাঁজা খেয়ে নিল ইঁদুর। আজব কাণ্ড চেন্নাইয়ের (Chennai)। গাঁজা পাচারে অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে মেরিনা থানার পুলিশ (Police)। তাঁদের থেকে ২২ কেজি গাঁজা পেলে। কিন্তু ইঁদুর গাঁজা খেয়ে ফেলায় আদালতে কোনও অভিযোগ প্রমাণ করতে পারেনি পুলিশ। ফলেই অভিযুক্তদের বেকসুর মুক্তি দেন বিচারক।

২০২০ সালে ২২ কেজি গাঁজা-সহ রাজাগোপাল ও নাগেশ্বরা রাও-কে গ্রেফতার করে মেরিনা পুলিশ। গাঁজা (Marijuana) বাজেয়াপ্ত করে মালখানায় রাখে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি এনডিপিএস আদালতে মামলাটি উঠলে চার্জশিট দাখিল করলেও, সব মিলিয়ে মোটে ১০০ গ্রাম গাঁজা জমা দেয় পুলিশ। তার মধ্যে ৫০ গ্রাম অভিযুক্তদের কাছে আর বাকি ৫০ গ্রাম ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

এই দেখে তাজ্জব বিচারক। বাজেয়াপ্ত হওয়া বাকি ২১.৯ কেজি গাঁজা কোথায় জানতে চান তিনি। পুলিশের উত্তর আরও আজব। তারা জানায়, বাজেয়াপ্ত হওয়া গাঁজা মালখানায় জমা রাখা ছিল। সেখানে ইঁদুরের ব্যাপক উপদ্রব। তারাই গাঁজা খেয়েছে। প্রমাণের অভাবে ২ অভিযুক্তকে বেকসুর খালস ঘোষণা করে দেন বিচারক। মুক্তির পরে রাজাগোপাল ও নাগেশ্বরা রাও ইঁদুরদের ধন্যবাদ জানাতে যাবেন কি না- সেটা অবশ্য জানা যায়নি।

spot_img

Related articles

জোড়া ধাক্কা ভারতীয় ফুটবলে, ‘সিটিহীন’ মুম্বই, গোয়া ছাড়লেন তারকা ফুটবলার

আইএসএল(ISL) নিয়ে জটিলতা অব্যাহত। নতুন বছরে কবে লিগ শুরু হবে তা নিয়ে জটিলতা কাটেনি, তারই মধ্যে ধাক্কা মুম্বই...

ইতিহাস ক্ষমা করবে না! দলিত-আদিবাসী-সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে গেরুয়া শিবিরকে তুলোধনা অভিষেকের

ভারতের পরিবেশকে ইচ্ছাকৃতভাবে বিষাক্ত করছে দক্ষিণপন্থী শক্তিগুলি। আক্রান্ত হচ্ছে দলিত, আদিবাসী, সংখ্যালঘুরা। শুক্রবার, নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৬ ডিসেম্বর (শুক্রবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

২৬ ডিসেম্বর (শুক্রবার) ২০২৫ ১ গ্রাম     ১০ গ্রাম পাকা সোনার বাট।    ১৩৭১০ ₹    ১৩৭১০০ ₹ খুচরো...