Monday, May 19, 2025

ইঁদুরের ‘বদান্যতায়’ বেকসুর খালাস ২ অভিযুক্ত! আজব কাণ্ড চেন্নাইয়ে

Date:

Share post:

ইঁদুরের ‘বদান্যতায়’ বেকসুর খালাস ২ অভিযুক্ত! এক-দু কেজি নয়, ২২ কেজি গাঁজা খেয়ে নিল ইঁদুর। আজব কাণ্ড চেন্নাইয়ের (Chennai)। গাঁজা পাচারে অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে মেরিনা থানার পুলিশ (Police)। তাঁদের থেকে ২২ কেজি গাঁজা পেলে। কিন্তু ইঁদুর গাঁজা খেয়ে ফেলায় আদালতে কোনও অভিযোগ প্রমাণ করতে পারেনি পুলিশ। ফলেই অভিযুক্তদের বেকসুর মুক্তি দেন বিচারক।

২০২০ সালে ২২ কেজি গাঁজা-সহ রাজাগোপাল ও নাগেশ্বরা রাও-কে গ্রেফতার করে মেরিনা পুলিশ। গাঁজা (Marijuana) বাজেয়াপ্ত করে মালখানায় রাখে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি এনডিপিএস আদালতে মামলাটি উঠলে চার্জশিট দাখিল করলেও, সব মিলিয়ে মোটে ১০০ গ্রাম গাঁজা জমা দেয় পুলিশ। তার মধ্যে ৫০ গ্রাম অভিযুক্তদের কাছে আর বাকি ৫০ গ্রাম ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

এই দেখে তাজ্জব বিচারক। বাজেয়াপ্ত হওয়া বাকি ২১.৯ কেজি গাঁজা কোথায় জানতে চান তিনি। পুলিশের উত্তর আরও আজব। তারা জানায়, বাজেয়াপ্ত হওয়া গাঁজা মালখানায় জমা রাখা ছিল। সেখানে ইঁদুরের ব্যাপক উপদ্রব। তারাই গাঁজা খেয়েছে। প্রমাণের অভাবে ২ অভিযুক্তকে বেকসুর খালস ঘোষণা করে দেন বিচারক। মুক্তির পরে রাজাগোপাল ও নাগেশ্বরা রাও ইঁদুরদের ধন্যবাদ জানাতে যাবেন কি না- সেটা অবশ্য জানা যায়নি।

spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...