Saturday, August 23, 2025

পঞ্চায়েতের দিন (Panchayet Election)বা ফল ঘোষণার সময়টুকুই নয় তার পরেও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন থাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন এবং ভোট গণনা আগামী মঙ্গলবার অর্থাৎ ১১ জুলাই। আজ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)পঞ্চায়েত নির্বাচনে অশান্তির আশঙ্কা সংক্রান্ত কথা উঠলে আদালতের পর্যবেক্ষণ, যে ভোটের পর অন্তত ১০ দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকা উচিত। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যেন তাদের অবস্থান পঞ্চায়েতের নোডাল অফিসারকে জানায় এই ব্যাপারেও স্পষ্ট নির্দেশ দেয় কোর্ট।

ভোট পরবর্তী হিংসার আশঙ্কা করে মামলাকারীদের আইনজীবীরা এদিন পুরনো ঘটনার প্রসঙ্গ তুলে হাইকোর্টে আবেদন করেন, ভোটের ফল ঘোষণার পরেও অন্তত ১০ দিন থেকে ২ সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী রাখা হোক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের (TS Sivagnanam) নেতৃত্বে ডিভিশন বেঞ্চ আজ শুনানি চলাকালীন জানায় যে পর্যবেক্ষকদের কিছুটা বিশ্রাম দেওয়া আবশ্যক। কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন তাঁদের ফোন সবসময় খোলা থাকে এবং ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম সজাগ থাকে। প্রধান বিচারপতির নির্দেশ, পঞ্চায়েত ভোটে প্রায় ৪৪ হাজার পোলিং স্টেশন রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর অ্যাকটিভ ফোর্স যদি ৬০ হাজারের বেশি হয়, তাহলে প্রতিটি পোলিং স্টেশনে কেন্দ্রীয় বাহিনী মজুত করতে হবে। পারলে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার ব্যবস্থা করতে হবে৷

 

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version