Friday, January 30, 2026

নির্বাচনে হারের আ.শঙ্কা! পঞ্চায়েতে ‘ব্যালট’-ই টার্গেট রামধনু জোটের

Date:

Share post:

শনিবার রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। সকাল থেকেই ভোট উৎসবে সামিল রাজ্যবাসী। তবে নির্বাচন পর্ব যত এগিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির চেষ্টা বিরোধীদের। নির্বাচনে হার নিশ্চিত জেনেই সকাল থেকে গায়ের জোরে একাধিক বুথে গণ্ডগোলের চেষ্টা বিরোধী দলগুলির। কোথাও বিজেপি (BJP), কোথাও বাম-কংগ্রেস-আইএসএফ রামধনু জোট রাজ্যকে অশান্তির চেষ্টায় ব্যস্ত। তবে নির্বাচনে ব্যালট বক্সই (Ballot Box) শেষ কথা। আর সেই ব্যালট বক্সকে কেন্দ্র করেই সকাল থেকে অশান্ত রাজ্যের একাধিক জায়গা। এদিন সকাল থেকে সেই ব্যালটেই নজর সবপক্ষের। সময় গড়াতেই দেখা যাচ্ছে রাগে কোথাও ব্যালট বক্স ভাঙা হয়েছে, অন্যদিকে তা তুলে নিয়ে গিয়ে সোজা জলে ফেলে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। পাশাপাশি একাধিক জায়গায় ব্যালট ছিনতাই, ড্রেনে ফেলে দেওয়া বা পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। আর ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক প্রান্তে। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) কাছে অভিযোগও জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।

তবে এদিন কোচবিহারের (Coochbihar) মাথাভাঙার (Mathabhanga) একটি ভিডিয়ো সামনে এসেছে। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক গ্রামের রাস্তা ধরে ব্যালট বাক্স নিয়ে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে। এছাড়াও, নাটাবাড়িতে স্কুল মাঠে ব্যালট পড়ে থাকায় বন্ধ হয়ে গিয়েছে ভোটাভুটি, নতুন করে নির্বাচনের দাবিতে সরব স্থানীয়রা। এখানেই শেষ নয়, এদিন দিনহাটায় ব্যালট বক্সে জল ঢালল দুষ্কৃতীরা। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। এদিন সকালে ময়ুরেশ্বরের পুকুরে ব্যালট বক্স ছিনতাই করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসে। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরে পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরামবাগের ধামসা হাইস্কুলে পুকুরে ব্যালট ভাসার ছবিও এদিন সামনে এসেছে। জ্যাংড়ায় একটি বুথে নর্দমায় ব্যালট ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে।

তবে সময় যত এগোচ্ছে নির্বাচনে হার নিশ্চিত জেনেই অশান্তির চেষ্টা করে ভোট পণ্ড করার চেষ্টা বিরোধীদের। তৃণমূলের অভিযোগ, সব বুথে প্রার্থী দিতে না পেরে গণ্ডগোলের চেষ্টা বিরোধীদের। কোথাও অস্ত্র নিয়ে দাপাদাপি, কোথাও বুথে ঢুকে ব্যালটে জল ঢেলে নির্বাচন পণ্ড করে দেওয়ার অভিযোগ, আবার কোথাও জোর করে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভের অভিযোগ রামধনু জোটের বিরুদ্ধে।

 

 

spot_img

Related articles

আজকের রাশিফল

মেষ: পথে আজ সামান্য কাঁটা থাকতে পারে, তবে ঘাবড়াবেন না। কলম যাঁদের হাতিয়ার, তাঁদের জন্য আজ সাফল্যের দিন।...

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...