Saturday, December 20, 2025

মোহনবাগানে সই করে কী বললেন আনোয়ার?

Date:

Share post:

রবিবার আনোয়ার আলিকে সই করানোর কথা ঘোষণা করে মোহনবাগান সুপার জায়ান্ট। ভারতীয় দলের দুরন্ত পারফরম্যান্স করা আনোয়ার আলি বাগানের যোগ দিয়ে উচ্ছ্বসিত। বললেন, ডার্বি খেলতে মুখিয়ে। সবুজ-মেরুন জার্সিতে দীর্ঘদিন ধরে খেলার ইচ্ছা ছিল আনোয়ারের। সেই স্বপ্ন পূরণ হল বলে জানান তিনি।

এদিন বাগানে সই করে আনোয়ার আলি বলেন,”কলকাতায় খেলার স্বপ্ন সব ফুটবলারদের কাছেই থাকে। ছোটবেলা থেকেই সেই স্বপ্ন দেখতাম। আর মোহনবাগান তো ফুটবল মাঠে দেশের সবচেয়ে প্রাচীন ক্লাব। কিংবদন্তি ফুটবলাররা খেলে গিয়েছেন এই ক্লাবে। কত গৌরব, কত ঐতিহ্য রয়েছে এই ক্লাবের, সেই সব ভেবেই রোমাঞ্চিত হচ্ছি। অসংখ্য মোহনবাগান সমর্থকদের কাছ থেকে বার্তা এসেছে আমার কাছে। হাজার-হাজার মানুষের সমর্থন পাব। সবাই আমার ভালো পারফরম‍্যান্সের জন্য সাপোর্ট করবেন এটাই আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা। সমর্থকরাই তো যেকোন ক্লাবের অনেক বড় শক্তি। মোহনবাগান সুপার জায়ান্ট এবার যে দল করেছে তাতে সতীর্থদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। সেরা টিমের সঙ্গে মানিয়ে নেওয়া আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমাকে সাপোর্ট করবেন, আমি আমার সেরাটা দিয়ে আপনাদের আশা পূরণ করব।”

এরপর আনোয়ার আরও বলেন, আমি মোহনবাগানে তিনটি লক্ষ‍্যে খেলতে এসেছি, প্রথমত, আমি জীবনে প্রথম কলকাতা ডার্বি খেলব। যা আমার দীর্ঘদিনের স্বপ্ন। ডার্বি জিতে মোহনবাগান সমর্থকদের আবেগ ও উচ্ছ্বাসকে সম্মান জানাতে চাই। দ্বিতীয়ত, আমি জাতীয় দলের জার্সিতে কাপ জিতলেও কখনও আইএসএল চ্যাম্পিয়ন হয়নি। আইএসএল ট্রফিটা ছোঁয়ার জন্যই এই দলে আসা। ক্লাব যে দল গঠন করেছে তাতে ট্রফি আমরা জিতবই। তৃতীয়ত, মোহনবাগান দেশের সেরা ক্লাব, শুধু ভারত সেরা হওয়া নয়, আন্তর্জাতিক মঞ্চেও ক্লাবকে প্রতিষ্ঠিত করতে পারে এই সবুজ-মেরুন জার্সিই। জাতীয় দলের হয়ে অনেক আন্তর্জাতিক ম্যাচ জিতেছি। এবার ক্লাবের জার্সিতে জিততে হবে। এএফসি কাপে সেটাই চেষ্টা করব।”

আরও পড়ুন:বাগানে সই করলেন ভারতীয় দলের নির্ভরযোগ‍্য স্টপার আনোয়ার আলি

spot_img

Related articles

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীঘটিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীঘটিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...