Thursday, August 28, 2025

রোহিতের অধিনায়কত্বে হতাশ গাভাস্কর, দ্রাবিড়ের দায়বদ্ধতা নিয়েও তুললেন প্রশ্ন

Date:

১২ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। এই মুহূর্তে সেই প্রস্তুতিতে টিম ইন্ডিয়া। তবে তার আগে ফের একবার ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়কে একহাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। বিরাট কোহলির পর যখন টিম ইন্ডিয়ার দায়িত্ব রোহিতের হাতে তুলে দেয় বিসিসিআই, তখন নতুন অধিনায়ককে নিয়ে অনেক আশা করেছিলেন গাভাস্কর। কিন্তু রোহিত অধিনায়ক হয়ে আসার পর টি-২০ বিশ্বকাপ কিংবা বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল, সবেতেই ব‍্যর্থ টিম ইন্ডিয়া। আর এখানেই রোহিতের অধিনায়কত্ব নিয়ে হতাশ গাভাস্কর। এক সাক্ষাৎকারে রোহিতের নেতৃত্বের সমালোচনা থেকে শুরু করে দলের কোচ দ্রাবিড়ের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” অনেক প্রত্যাশা ছিল রোহিতের থেকে। ভারতের মাটিতে খেলা একরকম, আর বিদেশে খেলা আর একরকম। বিদেশে হতাশ করেছে ভারত। আইপিএলে এত অভিজ্ঞতা, অধিনায়ক হিসাবে একশোর বেশি ম্যাচ জেতা ক্রিকেটারের অধীনে টি-২০ ফরম্যাটে ভারতের এই পারফরম্যান্স মেনে নেওয়া যায় না। আমি রোহিত-এর কাছ থেকে আরও বেশি আশা করছিলাম। ”

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের কৌশল নিয়েও প্রশ্ন তোলেন গাভাস্কর। তিনি জানতে চান কেন বিসিসিআই রোহিত-দ্রাবিড়ের কাছে ম‍্যাচ হারের প্রশ্ন তুলছেন না? এই নিয়ে গাভাস্কর বলেন,”কেন প্রথমে ফিল্ডিং করা হল WTC ফাইনালে? টসের সময় বলেছিল মেঘলা আকাশের কথা। কিন্তু খেলার কৌশলেই তো সমস্যা রয়েছে। ট্র্যাভিস হেডের শর্ট বলে সমস্যার কথা সবাই জানে। এমনকি ধারাভাষ্য দেওয়ার সময় রিকি পন্টিংও বলছিল ওকে বাউন্সার দিতে। আমাদের বোলাররা বাউন্সার দেওয়া শুরু করল হেডের রান ৮০ পেরিয়ে যাওয়ার পর। সবাই যা জানত, সেটা আমাদের ক্রিকেটাররা জানত না! বোর্ড এগুলো জানতে চাক রোহিতদের থেকে।”

আরও পড়ুন:চমক লাল-হলুদের, ইস্টবেঙ্গলে গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক : সূত্র

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version