Friday, November 14, 2025

সোমবার শান্তিতেই মিটল পঞ্চায়েতের ৬৯৬ বুথের পুনর্নির্বাচন

Date:

সোমবার শান্তিতেই মিটল পঞ্চায়েতের ৬৯৬ বুথের পুর্ননির্বাচন পর্ব। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৫ শতাংশ। তবে বিকেল পাঁচটার পরে একাধিক বুথের বাইরে ভোটাদাতাদের লম্বা লাইন থাকায় ভোটদানের হার বাড়তে পারে বলে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন।

গত শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন বিভিন্ন জেলায় হিংসাত্মক কিছু ঘটনার খবর পাওয়া গিয়েছিল। কোথাও ভোটে ছাপ্পা দেওয়া, আবার কোথাও ব্যালট বাক্স লুঠ করার অভিযোগ উঠেছিল। কোথাও আবার ভোট প্রক্রিয়াকে বানচাল করতে ক্ষমতার পালাবদলের পরে গণপটিটুনির ভয়ে বাড়িতে সেঁধিয়ে যাওয়া হার্মাদরা নখদাঁত বের করে বল্গাহীন সন্ত্রাস চালিয়ে রাজ্য প্রশাসনকে বদনাম করার খেলায় মেতে উঠেছিল।

গতকাল রবিবারই ভোটের দিন অনিয়মের অভিযোগ ওঠায় রাজ্যের ১৯ জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। শনিবারের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রতি বুথে রাজ্যের সশস্ত্র পুলিশ রাখার পাশাপাশি চার জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখারও নির্দেশ দেয়। এদিন সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিরোধী শিবির এবং সংবাদমাধ্যমের একাংশ হিংসার আজগুবি ছড়িয়ে ভোটারদের ভীত-সন্ত্রস্ত করার চেষ্টা করেছিল। যদিও তাতে লাভ হয়নি। সকাল থেকেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথে-বুথে হাজির হয়েছিলেন ভোটাররা। বেশ কয়েকটি জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা চালিয়েছিল দুষ্কৃতীদের একাংশ। কিন্তু পুলিশ ও কেন্দ্রীয বাহিনীর ত‍ৎপরতায় সফল হতে পারেনি।

আরও পড়ুন- রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ভূমিপুত্র প্রকাশ-সামিরুল, জানেন এদের পরিচয়?

Related articles

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...
Exit mobile version