Monday, August 25, 2025

নাম-প্রতীকের অধিকার কার? শিবসেনা উদ্ধব শিবিরের মামলা শুনবে শীর্ষ আদালত

Date:

মারাঠা রাজনীতির টালমাটাল অবস্থা কাটছে না কিছুতেই। এনসিপির মধ্যেকার দ্বন্দ্বের মাঝেই এবার শিব সেনার নাম প্রতীকের অধিকারের লড়াইয়ে আশার আলো দেখছে উদ্ধব ঠাকরে(Uddhav Thakre) শিবির। গত ফেব্রুয়ারি মাসে শিবসেনার নাম ও প্রতীকের অধিকার একনাথ শিণ্ডে(Eknath Shinde) শিবিরকে দিয়েছিল নির্বাচন কমিশন। যার বিরুদ্ধে শীর্ষ আদালতের(Supreme Court) দ্বারস্থ হয় উদ্ধব শিবির। সেই মামলা শুনতে রাজি হল শীর্ষ আদালত। সোমবার শীর্ষ আদালত উদ্ধব শিবিরের আবেদন গ্রহণ করেছে। আগামী ৩১ জুলাই হবে এই মামলার শুনানি।

গত বছর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাঁরই সহকর্মী একনাথ শিণ্ডে। এরপর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসেন তিনি। এবং শিবসেনা দলকে নিজের বলে দাবি করে কমিশনের কাছে দলীয় প্রতীক ব্যবহারের অধিকার চান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শিণ্ডেকে সেই অধিকার দেয় নির্বাচন কমিশন। তবে কমিশনকে উদ্ধব জানায়, ‘শিণ্ডে নিজে দলত্যাগ করেছেন, তিনি কখনওই দলকে নিজের বলে দাবি করতে পারেন না।’

এই পরিস্থিতিতে গত অক্টোবরে দলের প্রতীক ‘তির-ধনুক’ ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন (Election Commission)। জানিয়ে দেয়, আসন্ন নির্বাচনগুলিতে উদ্ধব ঠাকরে বা একনাথ শিণ্ডে, কোনও শিবিরই দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। যদিও পরে কমিশনের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়ে উদ্ধব শিবির। এর বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন করেন উদ্ধব ঠাকরে। যদিও শিণ্ডে শিবিরে শিব সেনার অধিকাংশ বিধায়ক থাকায় এবং কমিশন সিদ্ধান্ত নিয়ে ফেলায় আদালত মামলা শুনবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও সোমবার মামলাটি তালিকাবদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। শুনানি হবে ৩১ জুলাই।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version