ভোটে মানুষের নির্বাচনে গোহারা হারের পর জলপাইগুড়িতে তৃণমূল কর্মীর উপর হামলা চালাল একদল দুষ্কৃতী।বুধবার বিকেলে জাহাঙ্গির আলম নামে এক তৃণমূল কর্মীর উপরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এলাকায়। অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুনঃবন্যা, ধসে বিপর্য.স্ত হিমাচলে তুষারধসে আ.টক বহু পর্যটক

জখম তৃণমূল কর্মীকে ইতিমধ্যেই জলপাইগুড়ি মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, বুধবার বিকেলে নিজের বাড়ির সামনে বসেছিলেন জাহাঙ্গির আলম। অভিযোগ, সেই সময় তাঁর উপর হামলা চালানো হয়। জাহাঙ্গিরের পেটে ছুরি মারা হয়েছে বলে অভিযোগ। খবর ছড়াতেই ছুটে আসে গ্রামের বাসিন্দারা। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের কাছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ছুটে আসেন পুলিশ আধিকারিকেরা।
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে গত কয়েকদিনে দফায় দফায় উত্তপ্ত হয়েছে বিভিন্ন জেলা। ভোটে হিংসার ঘটনায় একাধিক মামলা করা হয়েছে হাই কোর্টে। কড়া পর্যবেক্ষণও শুনিয়েছে আদালত। তবুও হিংসা থামার কোনও লক্ষণ নেই।
