Wednesday, May 7, 2025

AIIMS-এর নিয়োগে বড়সড় দু.র্নীতি! চাকদার বিজেপি বিধায়ককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিআইডি-র  

Date:

কল্যাণীর এইমসে (Kalyani AIIMS) নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই নাম জড়িয়েছিল। শুক্রবার সেকারণেই কলকাতার ভবানীভবনে (Bhawani Bhawan) সিআইডি (CID) দফতরে হাজির চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ (Bankim Chandra Ghosh)। রাজ্য তদন্তকারী সংস্থার তরফে তাঁকে আগে দু’বার তলবও করা হলেও তিনি আসেননি বলে অভিযোগ। নির্বাচনে ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা দেননি বঙ্কিম। তবে নির্বাচন মিটতেই ফের তাঁকে শুক্রবার ডেকে পাঠায় সিআইডি। এদিন সকাল ১১টা নাগাদ সিআইডি দফতরে হাজির হন বিজেপি বিধায়ক।

কল্যাণীর এইমসে নিয়োগ দুর্নীতি হয়েছে বলে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ সহ ৮ জনের বিরুদ্ধে গত বছর কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক চাকরিপ্রার্থী। তিনি জানান, যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন বিধায়কের পুত্রবধূ অনুসূয়া ঘোষ। এরপরই ঘটনার তদন্তে নামে সিআইডি।

তবে এই প্রথম নয়, নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর নদিয়ার চাকদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের হরিণঘাটার বাড়িতে হানা দেয় তদন্তকারী সংস্থা। তবে সেই সময় বিজেপি বিধায়ক বাড়িতে ছিলেন না বলেই অভিযোগ। আর বিধায়ককে বাড়িতে না পেয়ে পরিবারের লোকেদের সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক কথা বলেন তদন্তকারীরা। এর আগে বিজেপি নেতার পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। তবে তার বয়ানে কিছু অসঙ্গতি থাকায় ডেকে পাঠানো হয় বঙ্কিমকে। তবে বঙ্কিম একা নন, এই নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ ৮ জনের বিরুদ্ধে।

 

 

Related articles

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়,...

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...
Exit mobile version