গত ৪০ বছরে এমন ঘটনা ঘটেনি, কিন্তু এবার হলিউডের (Hollywood) কাজকর্ম সব লাটে উঠল। কারণ ধর্মঘটে নেমেছেন চিত্রনাট্যকাররা। এটা অবশ্য নতুন খবর নয়, ২ মে থেকে স্ট্রাইক চলছিল তবে এবার তাতে যোগ দিলেন হলিউডের অভিনেতারা (Hollywood Actors)। গতকাল মাঝরাত থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। ‘দ্য স্ক্রিন অ্যক্টর্স গিল্ড’ (‘The Screen Actors Guild’) সংগঠনের তরফ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
৪০ বছরের ইতিহাসে এই ঘটনা সবথেকে বড় আকার নিয়েছে। কেন এই ধর্মঘট? ‘দ্য স্ক্রিন অ্যক্টর্স গিল্ড’ বলছে কাজ করে ন্যায্য বেতন পাচ্ছেন না শিল্পীরা। পাশাপাশি উন্নত কাজের পরিবেশেও আপোষ করতে হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় আশঙ্কা, কারণ এতে কর্মহারা হতে পারেন অনেকে। তাই এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও রাশ টানতে চাইছে সংগঠনগুলি। এই ধর্মঘট যখন ঘোষণা করা হয় তখন লন্ডনে ‘ওপেনহাইমার’ ছবির প্রচার চলছিল। কর্মবিরতিকে সমর্থন করে প্রচারের মাঝেই বেরিয়ে যান কিলিয়ান মর্ফি, এমিলি ব্লান্টের মতো তারকারা। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন ছোট পর্দার অভিনেতারাও।