Sunday, August 24, 2025

‘অশ্বিন দুরন্ত ছন্দে রয়েছে’, ক‍্যারিবিয়ানদের হারিয়ে বললেন ভারত অধিনায়ক

Date:

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত জয় পায় ভারতীয় দল। ক‍্যারিবিয়ানদের এক ইনিংস এবং ১৪১ রানে হারায়। রোহিত শর্মার দল। সৌজন্যে রবীচন্দ্রন অশ্বিন। একাই দুই ইনিংসে নিলেন ১২ উইকেট। সিরিজে ১-০ এগিয়ে যার টিম ইন্ডিয়া। আর এই ম‍্যাচ জিতে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। কৃতিত্ব দিলেন বোলারদের।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,”আমি বলব, আমাদের বোলিং দুর্দান্ত ছিল। ওদের ১৫০ রানে আউট করে দেওয়াটাই আসলে আমাদের বড় সুবিধে করে দেয়। এই উইকেটে আমরা জানতাম ব্যাটিং কিছুটা কঠিন হবে। তবে আমরা আসল কাজটা করেছি। আমরা বেশ ভালো বোলিং করেছি। এই পিচে আমরা একবারই ব্যাট করতে চেয়েছিলাম। তার জন্য লম্বা ইনিংস খেলতে চেয়েছিলাম। সেই মতো ৪০০ রানের বেশি করেছি। তার পর আমরা আবার ভালো বোলিং করেছি।”

এরপরই রোহিত বলেন,” যখন এই পিচে বল করার জন্য অশ্বিন, জাদেজার মতো অভিজ্ঞ বোলার থাকে, তখন সেটা প্লাস পয়েন্ট হয়। অশ্বিন এবং জাদেজা দু’জনেই দুর্দান্ত ছন্দে ছিল। বিশেষ করে অশ্বিন। এভাবে বোলিং করাটা ওর মানের পরিচয় দেয়।”

এদিকে অভিষেক টেস্টে দুরন্ত পারফরম্যান্স করেন যশস্বী জসওয়াল। করেন ১৭১ রান। ম‍্যাচের সেরাও হন তিনি। যশস্বীরও প্রশংসা করেন ভারত অধিনায়ক। তিনি বলেন,” যশস্বীর যে প্রতিভা আছে, এটা আমরা আগে থেকেই জানতাম। ও গত কয়েক বছরে দেখিয়ে দিয়েছে যে, ও এই বড় মঞ্চে খেলার জন্য প্রস্তুত। ও নিজের ধৈর্যের পরিচয় দিয়েছে। ওর মেজাজও পরীক্ষা করা হয়েছিল। আমাকে শুধু ওকে মনে করিয়ে দিতে হয়েছিল, এটা তোমার জায়গা। আমার কাজ ছিল ওর আত্মবিশ্বাস বাড়ানো। সেটুকু আমি করেছি। ওকে বলেছি, ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু খেলা উপভোগ করতে। আর সেটা যদি করা যায়, তবে ফলাফলও আসবে।”

আরও পড়ুন:উইম্বলডন ফাইনালে জোকোভিচ, ফেডেরার নজিরের সামনে জোকার

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version