Monday, August 25, 2025

এবার পাহাড়ে জঙ্গলের ভিতর এবার সাইকেল চালিয়ে ঘোরা যাবে। সাইকেল চালিয়ে ডুয়ার্স ভ্রমণ করা যাবে। আলিপুরদুয়ার জংশন দমনপুর এলাকা থেকে পর্যটকদের জন্য এই ব্যবস্থা চালু করল জেলা প্রশাসন। যার খরচ পড়বে মাত্র ৫০ টাকা। রবিবার থেকে চলু হল এই ‘ডুয়ার্স দর্শন’ প্রকল্প।

সবুজ ঘেরা বক্সা বাঘবনের ভেতর দিয়ে চলে যাওয়া, কালো পিচের রাস্তা ধরে যদি দু চাকার বাইসাইকেল নিয়ে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি দমনপুর থেকে পৌঁছে গেলেন রাজভাতখাওয়া, তবে হয়ত তখন আপনার মনে হতেই পারে ‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হত’। বহু পর্যটকের মনের সুপ্ত বাসনা পূরণ করতে, আলিপুরদুয়ার জেলা প্রশাসন রবিবার থেকে ডুয়ার্স-এ চালু করল ‘ডুয়ার্স দর্শন’ নামে এক বাইসাইকেল রাইড। ডুয়ার্স পর্যটনকে নতুন আঙ্গিকে তুলে ধরতেই সাইকেল ট্যুরিজম চালু আলিপুরদুয়ার জেলা প্রশাসনের। এদিন বাইসাইকেল রাইডের উদ্বোধন উপলক্ষে শহরের দমনপুর থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সাইকেল চালান জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশি, বক্সা ব্যাঘ্র প্রলল্পের আধিকারিক পারভিন কাশোয়ান-সহ অন্যরা। এদিন রাজাভাতখাওয়ার স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাইকেল বিতরণও করে জেলা প্রশাসন। এবার থেকে রাজাভাতখাওয়ায় এলে পর্যটকরা কম খরচে সাইকেল চালিয়ে ডুয়ার্স-এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই প্রসঙ্গে জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার জেলাকে পর্যটন জেলা হিসেবে গড়ে তুলছেন। তাঁর নির্দেশেই আমরা পর্যটনের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরছি।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version