Wednesday, August 20, 2025

সুপ্রিমো বিচারপতিদের সম্মান করেন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে মমতার ভূয়সী প্রশংসা

Date:

সাধারণত রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি বিরূপ মত প্রকাশ করেন বলেই ধারনা। তবে, মুখ্যমন্ত্রীর বিষয়ে তিনি বরাবরই শ্রদ্ধাশীল। ফের কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) গলায় তৃণমূল (TMC) সুপ্রিমোর ভূয়সী প্রশংসা। সোমবার, একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘সুপ্রিমো এমন কথা বলেন না। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। খুবই সহজ সরল মানুষ। দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা-মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না।’’

এদিন, এক মামলার শুনানিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেন বিচারপতি। সরাসরি নাম না নিয়ে বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিককে তিনি বলেন, সুপ্রিমো বিচারপতিদের সম্মান করেন। দায়িত্বশীল রাজনীতিবিদ। এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যারের প্রসঙ্গে বার সম্পাদক জনান, ‘‘তিনি আমাদের জগতের মানুষ। রীতমতো মেম্বারশিপ রয়েছে।’’

নিয়োগ মামলায় বারবার বিভিন্ন মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় নিয়ে চর্চা হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়ে উচ্চতর বেঞ্চে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে। এই বিষয়ে রাজনৈতিক মহলে নানা টিপ্পনিও হয়েছে। তবে, মুখ্যমন্ত্রী বারবার নিজের মন্তব্যে আদালতের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেছেন। অতীতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও বিচারপতি গঙ্গোপাধ্যায় মুখোমুখি হন। সেখানেও সৌজন্য বিনিময় করেন দুজনে। সেই সময় তাঁকে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ কথা নিজেই জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে, বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন।‘‘

 

 

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version