Thursday, August 21, 2025

রাগের বশে মা-বাবাকে নৃ.শংসভাবে খু.ন! পলাতক অভিযুক্ত

Date:

Share post:

মা-বাবার সঙ্গে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। শেষমেশ মেজাজ হারিয়ে ভারী বস্তু দিয়ে মা ও বাবার মাথায় আঘাত থেঁতলে খুনই করে বসলেন বেঙ্গালুরুর যুবক। ঘটনার পরই বাইরে থেকে দরজায় তালা দিয়ে বেপাত্তা হয়ে যান তিনি। এ খবর প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।যদিও মূল অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুনঃপুরনিয়োগ মাম.লায় OMR শিটের সন্ধানে সিবিআই!

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু শহরের কোডিগেহাল্লি এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম শরৎ (২৭)। গত সোমবার বাবা ভাস্কর (৬১) এবং মা শান্তাকে (৬০) খুন করে ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যায় সে। পুলিশ জানিয়েছে দম্পতির দুই সন্তান। বড় ছেলে সাজিথ কাছেই ডিন্ডলু এলাকায় আলাদা থাকেন। ছোট ছেলের সঙ্গে থাকতেন অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবা-মা। প্রতিবেশীদের বক্তব্য, ছেলের সঙ্গে দম্পতির নিত্য অশান্তি লেগে থাকত। এর ফলেই হত্যার কাণ্ডের দিন সাহায্যের জন্য দম্পতি চিৎকার করতে থাকেন। কিন্তু রোজকার অশান্তি ভেবেই প্রতিবেশীরা এতে বিশেষ এগিয়ে আসেননি। তবে এমনটা যে ঘটতে পারে তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

এদিকে, সাজিথ বাবা-মাকে ফোন করার পরেও ফোন না তোলায় বাবা-মায়ের খবর নিতে ছুটে আসেন তিনি। বাইরের দরজায় তালা দেখেই তাঁর মনে সন্দেহ হয়। এরপর তালা ভেঙে ঘরে ঢুকতেই দেখতে পান মেঝের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর বাবা এবং মা ।সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে।দেহদুটি ময়নাতদন্তের পর তদন্ত শুরু করে পুলিশ। উত্তর-পূর্ব বেঙ্গালুরুর ডিসিপি বি এম লক্সি প্রসাদ জানান, রাগের মাথায় ভারী বস্তু দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে দম্পতিকে। পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...