Sunday, May 4, 2025

মণিপুরের নার.কীয়-কাণ্ডে অবশেষ গ্রেফ.তার ১, এখনও অধরা মূল চ.ক্রী

Date:

মণিপুরের নারকীয় ঘটনায় অবশেষ একজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। অগ্নিগর্ভ মণিপুরের (Manipur) এই ভাইরাল ভিডিও নিয়ে সারা দেশ তোলপাড় হয়। দুই মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে! গণধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ। এই নারকীয় ঘটনার Vedio ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। পুলিশের তরফে জানানো হয়েছে, ভাইরাল ওই ভিডিও দেখেই অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি গত ৪ মে-র। কাংপোকপি জেলায় মণিপুরের দুই জনজাতি কুকি ও মেতেইদের মধ্যে সংঘর্ষ হয়। দুই নির্যাতিতা কুকি সম্প্রদায়ের বলে সূত্রের খবর। বুধবার, ভাইরাল ভিডিও প্রসঙ্গে মণিপুর পুলিশের সুপার কে মেগাচন্দ্র সিংয়ের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।

দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে ভিডিও ভাইরাল হতেই। ঘটনায় অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি ওঠে। এই ঘটনার পরে অবশেষে নীরবতা ভাঙেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, “এই ঘটনা সভ্য সমাজের লজ্জা।“ সরকারকে কড়া পদক্ষেপ করতে বলে সুপ্রিম কোর্টও। প্রধান বিচারপতি বলেন, “সরকার পদক্ষেপ না করলে আদালতই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করবে।“ মণিপুর পুলিশের তরফে জানানো হয়, ওই ভাইরাল ভিডিওতে যাদের দেখা গিয়েছে, তাদের চিহ্নিতকরণ ও খোঁজার কাজ শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে ১২টি তদন্তকারী দল গঠন করা হয়। এরপরেই মণিপুরের থৌবাল জেলা থেকে ৩২ বছরের অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত খুইরম হেরাদাসকে খুঁজছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে।

এফআইআরে অনুযায়ী, ৪ মে এক কুকি পরিবারের ৫ সদস্য সংঘর্ষের কারণে বনে লুকিয়ে পড়েছিলেন। তাঁদের পুলিশ উদ্ধার করলেও তাদেরকে ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এরপর ৫৬ বছর বয়সী এক প্রৌঢ়কে খুন করা হয়। তারপর দুই মহিলাকে নগ্ন করিয়ে হাঁটানো হয়। তাঁদের গণধর্ষণও করা হয় বলে অভিযোগ। পরে কোনওরকমে পালিয়ে যান তাঁরা। এই ঘটনায় ২১ জুন অভিযোগ দায়ের করা হয়। এরদিন পরে ভিডিও ভাইরাল হওয়ার পরে চাপে পড়ে পুলিশ। অবশেষে একজনকে গ্রেফতার করা হয়।

Related articles

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...
Exit mobile version