Tuesday, December 2, 2025

শচীনের সঙ্গে নেপালের হোটেলে রাত্রিবাস পাকিস্তানি সীমার! চাঞ্চ.ল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

Date:

Share post:

ভারতীয় যুবকের ভালোবাসার টানে সীমান্ত পেরিয়ে পাকিস্তানি যুবতীর (Pakistani Women) সঙ্গে আইএসআইয়ের (ISI) যোগসাজশ থাকতে পারে। এমনটাই সন্দেহ করছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এটিএস (ATS) আধিকারিকরা। এমন আবহেই কাঠমান্ডুর (Kathmandu) এক হোটেলের মালিকের দাবি, সীমা হায়দার ও শচীন মীনা সেখানে বেশ কয়েকদিন ছিলেন। হোটেল মালিক গণেশ আরও দাবি করেন, মার্চ মাসে তাঁর হোটেলে এসেছিলেন সীমা এবং শচীন। হোটেল ভাড়া করার সময় শচীন নিজের নাম ‘শিবাংশ’ বলে জানিয়েছিলেন। তাঁরা ৭-৮ দিন হোটেলের ২০৪ নম্বর ঘরে ছিলেন। তবে বেশিরভাগ সময় তাঁরা হোটেলের ঘরেই থাকতেন। মাঝেমধ্যে সন্ধের দিকে বাইরে গিয়ে আবার রাত ১০টার মধ্যে হোটেল ঢুকে যেতেন কারণ তাঁদের হোটেল ১০টার মধ্যে বন্ধ হয়ে যায়।

তবে শচীন ওই হোটেলে আগেই পৌঁছে গিয়েছিলেন এবং হোটেল কর্মীদের জানিয়েছিলেন, তাঁর স্ত্রী সীমা পরের দিন আসবেন। আর সেই মতোই সীমা পরের দিন হোটেলে আসেন। তবে তিনি একাই হোটেলে এসেছিলেন। এমনকি তাঁরা ভারতীয় টাকা ব্যবহার করে হোটেলের ভাড়া মিটিয়েছিল। গণেশের আরও দাবি, হোটেলে প্রায় এক সপ্তাহ থাকার পর সীমা এবং শচীন আলাদা আলাদা ভাবে হোটেল থেকে বেরিয়ে যান। ইতিমধ্যে, সীমা ও শচীনকে নিজেদের হেপাজতে নিয়েছে এটিএস। তাঁকে জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে এটিএস সূত্রে খবর। তবে পাক যুবতীর দাবি ছিল, নয়ডার বাসিন্দা শচীনের প্রেমে পড়েই তিনি ভারতে এসেছেন। তবে নেপাল ঘুরে অবৈধভাবে ভারতে আসার অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে জামিন পেয়ে শচীনকে বিয়ে করেন সীমা। চার সন্তানকে নিয়ে শচীনের বাড়িতেই সংসার শুরু করেন তাঁরা। তবে সীমার বিরুদ্ধে তদন্ত এখনও চলছে। একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই পাক যুবতীর উদ্দেশ্য নিয়ে সন্দেহ আরও বাড়ছে।

এদিকে বিষয়টি নিয়ে বেজায় চাপে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত। উনি আদালতে হাজিরা দিয়েছিলেন এবং জামিনে মুক্তিও পেয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নতুন কোনও তথ্য পেলে আমরা আপনাদের জানাব।

 

 

 

spot_img

Related articles

রাজ্য থেকে দেশ, SIR নিয়ে কমিশনের ওয়েবসাইট বিভ্রাটে নাজেহাল ভোটার থেকে ভোটকর্মীরা

ভোটার অথৈ জলে বিভ্রান্ত BLO , রাজ্য থেকে দেশ সর্বত্রই মানুষের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের ছেলেখেলা অব্যাহত। কয়েকটা...

দক্ষিণের শীত ফেরার পূর্বাভাস, উত্তরে নামল পারদ 

সাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের চেনা ইনিংসে সামান্য বিরতি এসেছিল বটে, কিন্তু হাওয়া অফিসের...

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন...

বোমাতঙ্কের জেরে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি...