Thursday, August 28, 2025

আচমকা ব*জ্রপাতে রাজ্যে মৃ*ত্যু ৬ জনের

Date:

Share post:

আচমকা বজ্রপাতের জেরে মৃত্যুর ঘটনা এ রাজ্যে নতুন নয় । সেই বজ্রপাতের কারণে রাজ্যে মৃত্যু হল ৬ জনের। মৃতদের মধ্যে ৩ জন পশ্চিম মেদিনীপুর, ২ জন পুরুলিয়া এবং ১ জন ময়নাগুড়ির বাসিন্দা। বাজ পড়ে পুরুলিয়ায় জখম হয়েছেন আরও ১০ জন। তাঁরা দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে,চাষের কাজ শেষে তিনজন বাড়ির ফিরতি পথ ধরেছিলেন তখন ব্যাপক বৃষ্টি নামে। সঙ্গে ঘন ঘন বজ্রপাতও হয়৷  বাড়ি যাওয়ার পথে বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি মাচার ভেতর আশ্রয় নেন তাঁরা সকলেই। সেই সময় ওই জায়গায় আচমকা একটি বজ্রপাত হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

বাজের আঘাতে গুরুতরভাবে আহত হন আরও ৫ জন। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে প্রত্যক্ষদর্শী শ্যামল জানা বলেন, “আমার বাড়িও ওই এলাকাতেই। বাজ পড়তেই ছুটে গিয়ে দেখি চারদিকে সকলে ছড়িয়ে পড়ে রয়েছে। দ্রুত আমরা ওদের উদ্ধার করি। তড়িঘড়ি ওদের হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসকরা দেখা মাত্রই দুজনকে মৃত বলে ঘোষণা করেন।”

মেদিনীপুরে কালো মেঘ ঘনিয়ে ঝেঁপে বৃষ্টি আসছে দেখে পাঁচজন ঠাঁই নিয়েছিলেন আলের ধারে থাকা এক তালগাছের নিচে। আর সেটাই কাল হল তাদের।তালগাছে বাজ পড়ে মুহুর্তের মধ‌্যে মৃত‌্যু হল দুজনের। গুরুতর আহত আরও দুজন। তারা বর্তমানে কেশপুর গ্রামীণ হাসপাতাল থেকে রেফার হয়ে মেদিনীপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত দুজনের মধ‌্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে কেশপুরের কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোলসোরাপোতা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব‌্যক্তি হলেন খোকন দোলই (৩৪) ও মমতা দোলই (৩০)।

এদিন দুপুরে পুরুলিয়ার বরাবাজার থানা এলাকার বনডি গ্রামের মাঠে ক্রিকেট খেলা চলাকালীন বৃষ্টি শুরু হয়ে যায়। খেলা বন্ধ রেখে খেলোয়ার ও দর্শকরা মাঠের ধারে একটি ভাঙা বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বাজ পড়ে দুজনের মৃত্যু হয়। মৃতদের নাম পালনি মুর্মু (৫৫), সজল প্রামানিক (১৮)। সজল খেলছিলেন। আরও ১০ জন আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন জমিতে কাজ করতে গিয়েছিলেন কন্যা বাড়ির চাষি নীরেন্দ্রনাথ অধিকারী (৫০)। আচমকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। গুরুতর আহত অবস্থায় নীরেন্দ্রনাথবাবুকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তাঁর।

 

spot_img

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...