জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চালাতে পারবে ASI, অনুমতি দিল আদালত

জ্ঞানবাপী মসজিদে কার্বন ডেটিং পরীক্ষা চালাতে পারবে ASI (Archaeological Survey of India) বা ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ। শুক্রবার এই অনুমতি দিল বারাণসী আদালত। তবে রয়েছে শর্তও। আদালতের নির্দেশ মসজিদের সব জায়গায় বৈজ্ঞানিক সমীক্ষা  চালানো যাবে না। মসজিদের ভিতরে ‘ওজুখানা’ ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা রয়েছে। সেখানে সমীক্ষা চালানো যাবে না। পরীক্ষার ফল পরবর্তী শুনানির দিন অর্থাৎ ৪ আগস্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আগে জেলা প্রশাসনকে নির্দেশ দেয় মসজিদ প্রাঙ্গণে ওই এলাকা সিল করতে। যেখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়। ভিডিওগ্রাফি সমীক্ষা করতে বলা হয়। জেলা বিচারক তাঁর রায় দেন। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে এই আবেদন করা হয়েছিল চার মহিলার তরফে। তাঁদের দাবি ছিল কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদ আদতে প্রাচীন হিন্দু মন্দির। সেখানে মন্দিরের নির্দশন রয়েছে বলে দাবি করেন তাঁরা। তারপর নিম্ন আদালত থেকে মামলাটি বারাণসী জেলা আদালতে পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে সেখানে মামলাটির বৈধতা রয়েছে বলে রায় দেয় আদালত। গত মে মাসে ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’কে (ASI) দিয়ে গোটা মসজিদ চত্বরের সমীক্ষা করানোর আরজি সংক্রান্ত মামলা শুনতে রাজি হয়েছিল আদালত।

আরও পড়ুন- কোটি টাকার প্রতা*রণার শি*কার বিবেক! পুলিশে অভি*যোগ দায়ের অভিনেতার

Previous articleজামুরিয়ায় উল্টে গেল মালগাড়ি! গুরুতর জ.খম কমপক্ষে ৬ শ্রমিক
Next articleআ.তঙ্কের মণিপুরে এবার বাঁশের বেড়ার মাথায় টাঙানো কা.টা মুন্ডু!