Tuesday, December 16, 2025

বন্ধুত্বের প্রতিদান! এবার ভারতের UPI শ্রীলঙ্কাতেও, দুর্দিনে বিক্রমাসিংহের পাশে থাকার আশ্বাস মোদির

Date:

Share post:

চরম আর্থিক অনটনের মাঝেও সে’দেশের পাশে প্রথম থেকে দাঁড়িয়েই সবরকম সাহায্যের ঘোষণা করেছিল ভারত (India)। আর এই খারাপ সময়ে পাশে থাকার জন্য ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল শ্রীলঙ্কা (Sri Lanka)। বৃহস্পতিবারই ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে (Ranil Wickremesinghe)। আর সফরের দ্বিতীয় দিনেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। পাশাপাশি এদিন কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিলেন বিক্রমাসিংহে। এদিনের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ভারত ও শ্রীলঙ্কার সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি এদিন বিভিন্ন চুক্তিও স্বাক্ষরিত হয়। তারমধ্যে অন্যতম হল পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণ (Pipeline) ও ইউপিআই সিস্টেম (UPI System)। জানা গিয়েছে, এখন থেকে শ্রীলঙ্কাতেও ব্যবহৃত হবে ভারতের ইউপিআই। তবে বিরোধীদের অভিযোগ, এসব করে আখেরে কী কিছু লাভের লাভ হবে? নাকি পুরোটাই দেশবাসীর কাছে ‘আইওয়াশ’? জনগণের কোটি কোটি টাকা খরচ করে বিশ্বের একাধিক প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু এতে আর যাই হোক দেশের কোনও উপকারই হচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের।

তবে এদিনের দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, গত বছর থেকেই চরম অর্থকষ্টে জেরবার শ্রীলঙ্কা। তবে আগামীদিনে শ্রীলঙ্কার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ভারতের নেবারহুড ফার্স্ট নীতি এবং ‘SAGAR’ লক্ষ্যে শ্রীলঙ্কা ও ভারত গুরুত্বপূর্ণ দুটি স্থান। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে এদিন আমরা আমাদের ভাবনা নিয়ে আলোচনা করেছি। আমরা বিশ্বাস করি যে, নিরাপত্তা এবং উন্নয়নে ভারত ও শ্রীলঙ্কা একে অপরের সঙ্গে জড়িত। পাশাপাশি শ্রীলঙ্কায় ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু করার বিষয়ে একটি চুক্তি করা হবে যাতে দুই দেশের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টি আরও মজবুত হয়। নিরাপত্তা ক্ষেত্রে উন্নতির স্বার্থে দুই দেশ একযোগে কাজ করবে। এছাড়া পর্যটন, উচ্চশিক্ষা, ব্যাবসা সব ক্ষেত্র মিলিয়ে যাতে দুই দেশের আর্থিক উন্নতি হয় সে দিকে কড়া নজর রাখার কথা বলেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং আমি বিশ্বাস করি ভারতের দক্ষিণ অংশ থেকে শ্রীলঙ্কায় একটি পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণ শ্রীলঙ্কায় শক্তির সংস্থানগুলির একটি সাশ্রয়ী মূল্যের এবং নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করবে। এছাড়া গভীর সংকটের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনের কারণে ভারত সরকারকে ধন্যবাদও জানান শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। বিদেশমন্ত্রক সূত্রে খবর, দু-দিনের ভারত সফরে বৃহস্পতিবার সন্ধেয় দিল্লিতে এসে পৌঁছেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি. মুরলীধরন। তারপর পূর্ব নির্ধারিত সূচি অনুসারে শুক্রবার সকালে হায়দরাবাদ হাউসে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদি।

 

 

spot_img

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...