Monday, November 3, 2025

বন্ধুত্বের প্রতিদান! এবার ভারতের UPI শ্রীলঙ্কাতেও, দুর্দিনে বিক্রমাসিংহের পাশে থাকার আশ্বাস মোদির

Date:

Share post:

চরম আর্থিক অনটনের মাঝেও সে’দেশের পাশে প্রথম থেকে দাঁড়িয়েই সবরকম সাহায্যের ঘোষণা করেছিল ভারত (India)। আর এই খারাপ সময়ে পাশে থাকার জন্য ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল শ্রীলঙ্কা (Sri Lanka)। বৃহস্পতিবারই ভারত সফরে এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে (Ranil Wickremesinghe)। আর সফরের দ্বিতীয় দিনেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। পাশাপাশি এদিন কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিলেন বিক্রমাসিংহে। এদিনের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ভারত ও শ্রীলঙ্কার সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি এদিন বিভিন্ন চুক্তিও স্বাক্ষরিত হয়। তারমধ্যে অন্যতম হল পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণ (Pipeline) ও ইউপিআই সিস্টেম (UPI System)। জানা গিয়েছে, এখন থেকে শ্রীলঙ্কাতেও ব্যবহৃত হবে ভারতের ইউপিআই। তবে বিরোধীদের অভিযোগ, এসব করে আখেরে কী কিছু লাভের লাভ হবে? নাকি পুরোটাই দেশবাসীর কাছে ‘আইওয়াশ’? জনগণের কোটি কোটি টাকা খরচ করে বিশ্বের একাধিক প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু এতে আর যাই হোক দেশের কোনও উপকারই হচ্ছে না বলে অভিযোগ বিরোধীদের।

তবে এদিনের দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, গত বছর থেকেই চরম অর্থকষ্টে জেরবার শ্রীলঙ্কা। তবে আগামীদিনে শ্রীলঙ্কার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ভারতের নেবারহুড ফার্স্ট নীতি এবং ‘SAGAR’ লক্ষ্যে শ্রীলঙ্কা ও ভারত গুরুত্বপূর্ণ দুটি স্থান। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে এদিন আমরা আমাদের ভাবনা নিয়ে আলোচনা করেছি। আমরা বিশ্বাস করি যে, নিরাপত্তা এবং উন্নয়নে ভারত ও শ্রীলঙ্কা একে অপরের সঙ্গে জড়িত। পাশাপাশি শ্রীলঙ্কায় ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু করার বিষয়ে একটি চুক্তি করা হবে যাতে দুই দেশের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টি আরও মজবুত হয়। নিরাপত্তা ক্ষেত্রে উন্নতির স্বার্থে দুই দেশ একযোগে কাজ করবে। এছাড়া পর্যটন, উচ্চশিক্ষা, ব্যাবসা সব ক্ষেত্র মিলিয়ে যাতে দুই দেশের আর্থিক উন্নতি হয় সে দিকে কড়া নজর রাখার কথা বলেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে, বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং আমি বিশ্বাস করি ভারতের দক্ষিণ অংশ থেকে শ্রীলঙ্কায় একটি পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণ শ্রীলঙ্কায় শক্তির সংস্থানগুলির একটি সাশ্রয়ী মূল্যের এবং নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করবে। এছাড়া গভীর সংকটের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনের কারণে ভারত সরকারকে ধন্যবাদও জানান শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। বিদেশমন্ত্রক সূত্রে খবর, দু-দিনের ভারত সফরে বৃহস্পতিবার সন্ধেয় দিল্লিতে এসে পৌঁছেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি. মুরলীধরন। তারপর পূর্ব নির্ধারিত সূচি অনুসারে শুক্রবার সকালে হায়দরাবাদ হাউসে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদি।

 

 

spot_img

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...