কোটি টাকার প্রতা*রণার শি*কার বিবেক! পুলিশে অভি*যোগ দায়ের অভিনেতার

মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন থানায় অভি*যোগ জানিয়েছেন অভিনেতার অ্যাকাউন্ট্যান্ট দেবেন বাফনা।

নিজের মানুষকে বিশ্বাস করে ঠকেছেন। প্রতারিত হয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয় (Vivek Oberoi)। শুধু তিনি নন তাঁর স্ত্রীও পুলিশের দ্বারস্থ হলেন। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ২০১৭ সালে ওবেরয় অর্গানিকস বলে তাঁরা একটি কোম্পানি শুরু করেছিলেন। যদিও ব্যবসা খুব একটা লাভজনক হওয়ায় রাধিকা নন্দা, সঞ্জয় সাহা এবং তাঁর মা নন্দিতা সাহাকে পার্টনার হিসেবে যুক্ত করেছিলেন। কিন্তু ভাবেননি যে কাছের মানুষ এভাবে প্রতারণা করবেন, অভিযোগ অভিনেতার। তিনজনের বিরুদ্ধে ১ কোটি ৫৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেছেন বিবেক ওবেরয় (Vivek Oberoi) ও তাঁর স্ত্রী।

বিবেক ও প্রিয়াঙ্কার অভিযোগ, তাঁদের বেশি লভ্যাংশের লোভ দেখানো হয়েছিল। কিন্তু বাস্তবে তেমন কিছুই হচ্ছিল না। গত বছর অভিনেতা জানতে পারেন যে তিন পার্টনার নিজের ব্যক্তিগত কাজে কোম্পানির টাকা ব্যবহার করছেন। বিবেক বলছেন কাছের মানুষ এভাবে প্রতারণা করবেন এটা তিনি ভাবতে পারেননি। মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন থানায় অভিযোগ জানিয়েছেন অভিনেতার অ্যাকাউন্ট্যান্ট দেবেন বাফনা। তিনি জানান যে, এই তিনজনের হাতে নাকি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিও প্রতারিত হয়েছিলেন।

 

 

Previous articleআইসিস যোগে গ্রেফতার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া
Next articleজামুরিয়ায় উল্টে গেল মালগাড়ি! গুরুতর জ.খম কমপক্ষে ৬ শ্রমিক