Wednesday, January 21, 2026

অফিসের ল্যান্ডলাইন থেকে ফোন করল কে? শাটার তুলতেই দেখা মিলল কীর্তিমান সারমেয়র!

Date:

Share post:

নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। যে অফিস পাঁচ মিনিট আগে নিজে হাতে বন্ধ করে এসেছিলেন, সেই অফিসের ল্যান্ড লাইন থেকে ফোন! ঘাবড়ে গিয়ে প্রথমে বুঝতেই পারছিলেন না কে করছে ফোন। কিন্তু সম্বিত ফিরল কুকুরের গলার আওয়াজ পেয়ে। সঙ্গে সঙ্গে পড়িমরি করে ফের ছুটলেন পঞ্চায়েত অফিসে।

দরজা খুলতেই অবাক তৃণমূল উপপ্রধান বিশ্বজিৎ নাগ।তাকে দেখেই অফিস ঘরে আটকে থাকা কুকুরটি ততক্ষণে লেজ নাড়তে শুরু করেছে। আর নাড়বে নাই বা কেন?প্রতিদিন যে বিশ্বজিৎবাবু তাকে এবং আরও গোটা দশেক রাস্তার কুকুরকে খাবার দেন।কুকুর তো অফিস মুক্ত হল। উপপ্রধানও হাঁফ ছেড়ে বাঁচলেন। কিন্তু প্রশ্ন দেখা দিল যে তাঁর মোবাইলে অফিসের ল্যান্ড লাইন থেকে ফোনটা করল কে?

ফোনটা কি কুকুরই করল? কারণ, ঘরে তো আর কেউ নেই, আর কেই বা করবে ফোন? এ সব নানা প্রশ্ন ভাবাচ্ছে তাঁদের।তবে উপপ্রধান বিশ্বাস করছেন যে ফোনটি এসেছে কুকুরটির কাছ থেকেই। হুগলির গুপ্তিপাড়া-১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান বিশ্বজিৎ নাগ জানান, অফিসের ল্যান্ডলাইন নম্বরটি হটলাইন করা আছে। কেউ অফিস থেকে রিসিভার তুললেই আমার মোবাইলে ফোন আসে। শনিবার সন্ধ্যায় পঞ্চায়েত অফিসের ল্যান্ডলাইন নম্বর থেকে ফোন আসায় অবাকই হন তিনি।বলেন, আমি ফোন তুলে ‘হ্যালো’ বললাম। কোনও সাড়া নেই। বার কয়েক ‘হ্যালো’ বলার পর ভৌ ভৌ আওয়াজ পেলাম। তার পর কুকুরের কান্না। আমি আর দেরি না করে অফিসের দিকে ছুটে যাই।

জল্পনা যাই হোক না কেন, শেষ পর্যন্ত কুকুরটিকে মুক্তি দিতে পেরে তিনি খুশি।  তার ‘মুক্তির আনন্দ’ দেখে উপপ্রধানের মুখে তখন একগাল হাসি। তিনি বলেন, পঞ্চায়েত অফিসের সামনে মোট ১১টি কুকুর থাকে। ওদের দেখভাল আমরাই করি। শনিবার তাদের একটি যে অফিসে ঢুকে রয়েছে, বুঝতে পারিনি।

কিন্তু ফোনটা কে করল? উপপ্রধান বলেন, কুকুরটিই রিসিভার থেকে ফোনটা তুলেছিল। কারণ ওরা প্রায়ই দেখে যে তিনি ফোন তুলে কথা বলছেন। আমরা যেমন কথা বলার পর ফোন রেখে দিই, অফিসে ঢুকে দেখলাম তেমনি ঠিক ভাবে রাখা আছে টেলিফোন। ওর টানাহ্যাঁচড়ায় পড়েও যায়নি। ততক্ষণে এলাকায় ভিড় জমে গিয়েছে। সবাই অবাক পুরো ঘটনায়।

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণধর্ষণের সাক্ষী অসুস্থ বৃদ্ধাকে গ্রেফতার CBI-এর, গদ্দারকে কটাক্ষ তৃণমূলের

নির্বাচনের আগে মোদি সরকারের এজেন্সি খেলা শুরু। এবার অভিযোগ সেমসাইডের। নন্দীগ্রামে (Nandigram) বিজেপির ইন্দুবালা দাসকে গ্রেফতার করল সিবিআই।...

‘বাংলার শিল্পই বাংলার ঐতিহ্য’, নিউ টাউনে শুরু রাজ্য সবলা মেলা

বাংলার কুটির শিল্প ও হস্তশিল্পকে নতুন দিশা দিতে নিউ টাউন মেলা গ্রাউন্ডে পথ চলা শুরু করল রাজ্য সবলা...

এসআইআর নস্যাৎ করে রাষ্ট্রপতি শাসনের পথে নির্বাচন কমিশন! ষড়যন্ত্র ফাঁস বাংলাপক্ষ-র

সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল তিন দিনের মধ্যে রাজ্যের সমস্ত লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। আর সেই তালিকা...

বাংলা ভাষার ‘ধ্রুপদী ভাষা’ সম্মানে মিথ্যাচার মোদির! পর্দাফাঁস তৃণমূলের

সরকারি অনুদান, সরকারি প্রকল্প চুরি, বাংলার সংস্কৃতি অনুরাগী প্রমাণ – কোনও প্রচেষ্টাই ভোটের বাজারে বাকি রাখেন না প্রধানমন্ত্রী...