৭০০ কোটির প্র.তারণার শিকার ১৫ হাজার ভারতীয়, পিছনে চিন-জ.ঙ্গি যোগ!

প্রতারণার নতুন ছক! কখনও ইউটিউবে ভিডিও লাইকিং, আবার কখনও বা গুগলে রিভিউ রাইটিং। এমন সব অভিনব টোপ দেখিয়ে গত এক বছরের কম সময়ে প্রায় ১৫ হাজার ভারতীয়ের সঙ্গে প্রতারণা চালিয়ে ৭০০ কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে আনলাইন প্রতারকরা। সম্প্রতি চিনা প্রতারকদের বড় চক্র ধরা পড়েছে হায়দরাবাদে। এখনও পর্যন্ত এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও ছয়জনের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, এক বছরেরও কম সময়ের মধ্যে অন্তত ৭০০ কোটি টাকার দুর্নীতির শিকার হয়েছেন ১৫ হাজার ভারতীয়। ওই টাকার বড় অংশ দুবাই হয়ে চিনে গিয়েছে। প্রতারণার টাকার একাংশ লেবানন ভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল্লাহের অ্যাকাউন্টেও জমা পড়েছে। পুলিশ সূত্রের খবর, গোটা দুর্নীতি চক্রের নেপথ্যে ছিল চিনা দুষ্কৃতীরা। কেন্দ্রীয় সরকার ও তদন্তকারী সংস্থাগুলিকে ইতিমধ্যেই সতর্ক করেছে হায়দরাবাদ পুলিশ। চলতি বছরের এপ্রিল মাসে হায়দরাবাদ পুলিশের কাছে একটি আর্থিক জালিয়াতির অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে হায়দরাবাদ পুলিশ জানতে পারে, অনলাইনে কাজ দেওয়ার নাম করে বিশাল দুর্নীতি চলছে দেশজুড়ে।

আরও পড়ুন- খারিফ চাষিদের জন্য সুখবর! জল ছাড়া শুরু করছে ডিভিসি