Saturday, August 23, 2025

রেকর্ড প্রস্তাব, এমবাপেকে পেতে ২৭১৬ কোটি টাকার প্রস্তাব আল হিলালের : সূত্র

Date:

পিএসজিতে থাকতে না চেয়ে ইতিমধ্যে চিঠি দিয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। একপ্রকার নিশ্চিত পিএসজি ছাড়ছেন তিনি। আর এরপরই এমবাপেকে দলে নিতে ঝাঁপায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। সূত্রের খবর এমবাপেকে রেকর্ড অর্থ ৩৩.২ কোটি ডলার ভারতীয় মুদ্রায় যা ২৭১৬ কোটি টাকার প্রস্তাব দিয়েছে আল হিলাল। এমবাপে যদি এই প্রস্তাবে রাজি হন, তাহলে বিশ্বের সবচেয়ে দামি ট্রান্সফার হতে চলেছে এটি।

এই নিয়ে ফ্রান্সের এক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, পিএসজি জানিয়েছে, এমবাপের সঙ্গে আলোচনা চালাতে পারে আল হিলাল। সেই অনুমতি দেওয়া হয়েছে ফরাসি ক্লাবের তরফে। তবে বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আল হিলালের প্রস্তাবে এখনও কোন সাড়া দেননি এমবাপে। জানা যাচ্ছে, এমবাপে ইউরোপেই থাকতে চান বলে খবর।  আর এক্ষেত্রে ফরাসি ফুটবলারকে নেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।

জানা যাচ্ছে পিএসজিতে থাকতে চাইছেন না এমবাপে। পিএসজি ছাড়তে চেয়ে একটি চিঠিও লেখেন তিনি। সূত্রের খবর, পিএসজি বিরাট অঙ্কের প্রস্তাব দেয় এমবাপেকে। এমবাপেকে ১০ বছরে ৯২৩১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় পিএসজির পক্ষ থেকে। যদি তাতে এমবাপে রাজি না হন, এবং এবছরের ৩১ জুলাইয়ের মধ্যে চুক্তিতে সই না করেন, তাহলে এক বছর বাকি থাকতেই এমবাপেকে বিক্রি করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে জানা যাচ্ছে, এমবাপেকে বিরাট অর্থে বিক্রি করে দেওয়া পরিকল্পনা পিএসজির। কারণ চুক্তি শেষ হয়ে যাওয়ার পর এমবাপে অন্য ক্লাবে গেলে পিএসজি কোনও টাকা পাবে না।

আরও পড়ুন:কোচের বিরুদ্ধে শ্লীলতা.হানির অভিযোগ জাতীয় স্তরের মহিলা খেলোয়াড়ের

 

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version