Sunday, November 16, 2025

মণিপুরের পর এ বার উত্ত.প্ত মেঘালয়! মুখ্যমন্ত্রীর দফতরে হা.মলা জনতার!

Date:

অশান্ত মণিপুরের প্রতিবেশী রাজ্যেও এ বার মুখ্যমন্ত্রীর দফতরে হামলা জনতার। সোমবার সন্ধ্যায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দফতর ঘেরাও করে হামলা জনতার! অভিযোগ, তাতে আহত হয়েছেন পাঁচ নিরাপত্তা রক্ষী। তবে সংমার কোনও আঘাত লাগেনি। তুরায় তাঁর দফতর ঘেরাও করে রেখেছেন বহু মানুষ। তাই আপাতত নিজের দফতরেই রয়েছেন সাংমা।

প্রসঙ্গত, কয়েকমাস আগে মেঘালয়ে নির্বাচনের পর নতুন জোট সরকার তৈরি হয়েছে। এনপিপি নেতা কনরাড সাংমার সঙ্গে জোট হয়েছে বিজেপির। অর্থাৎ মণিপুরের মত মেঘালয়েও এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার । মেঘালয়ের রাজধানী শহর হল শিলং। সেখানকার গারো পাহাড়ের অধিবাসীদের দাবি, তুরাকে মেঘালয়ের শীতকালীন রাজধানী বানাতে হবে। এই দাবি নিয়ে একটি গোষ্ঠী বহুদিন ধরেই অনশন আন্দোলন চালাচ্ছে। তাদেরই একাংশের সঙ্গে এদিন বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। প্রায় তিন ঘণ্টা ধরে শান্তিপূর্ণভাবেই বৈঠক চলছিল। হঠাৎ উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রীর অফিসের উপর চড়াও হয়ে পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কিন্তু এরই মধ্যে পাথরের আঘাতে পাঁচ জন নিরাপত্তা রক্ষী আহত হন।

মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে হলেও উদ্বেগজনক। দফতরের সূত্রে জানা গিয়েছেন, প্রতিবাদীদের সঙ্গে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। তখনই তাঁর দফতর লক্ষ্য করে পাথর ছোড়েন কয়েক জন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী প্রতিবাদীদের জানিয়েছেন, অনশন বন্ধ করলে পরের মাসে তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করা হবে শিলং -এ। সেখানে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সদস্যেরা।

আরও পড়ুন- ৭০০ কোটির প্র.তারণার শিকার ১৫ হাজার ভারতীয়, পিছনে চিন-জ.ঙ্গি যোগ!

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...
Exit mobile version