Thursday, November 13, 2025

‘রকি-রানি’তে বাদ যাচ্ছে ‘খেলা হবে’ সংলাপ! কলকাতায় এসে কী বললেন আলিয়া?

Date:

”কেমন আছো সবাই!, নমস্কার কলকাতা। এখানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে এসে আমি খুশি!” কলকাতায় এসে বাংলায় কথা বলে মাতিয়ে দিলেন আলিয়া। করণ জোহরের নতুন ছবি ”রকি অউর রানি কি প্রেম কাহানি” ছবির একটি গান লঞ্চ করতে সোমবার শহরে এসেছেন আলিয়া-রণবীর। এই প্রথমবার বাঙালি চরিত্রে অভিনয় করছেন আলিয়া। সেইজন্য শিখছেন বাংলাও। আর সেজন্যই কলকাতায় রকি-রানি ছবির নতুন গান প্রকাশের অনুষ্ঠানে এসে কথা শুরু করলেন বাংলাতেই।

এদিনের গান সম্পর্কে আলিয়া বলেন, ‘সেলিব্রেশনের গান। রকি আর রানিতে আপনারা দেখেছেন যে একসঙ্গে দুটো কালচারকে তুলে ধরা হয়েছে। এই গান হল দুর্গাপুজো সেলিব্রেশনের গান। এই গানে দুই ফ্যামিলি জুড়বে’। পাশাপাশি সেন্সর বোর্ড নিয়েও এদিন মুখ খোলেন অভিনেত্রী।

ছবির ট্রেলারেই শোনা গেছে খেলা হবে। তবে এখানেই শেষ নয়, খেলা হবের পাশাপাশি এই ছবিতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) নিয়েও একটি সংলাপ। আলিয়া বলেন, ‘খেলা হবে সংলাপটা সরানো হয়নি। সিবিএফসির তরফ থেকে কয়েকটা মাইনর কাট বলেছিল। সেটা নির্দেশ অনুযায়ী পরিবর্তন করা হয়েছে। সেন্সর বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি। খেলা হবে বাদ পড়েনি। আমার আর জয়া ম্যামের মাঝে একটি সিন রয়েছে, সেখানে একটা সিক্যুয়েন্স আছে। সেখানেই এই সংলাপ আছে। এই বিষয়ে বিশেষ কথা বললে সিনটা পুরো বলতে হয়। তাই কম বলাই ভালো। সিনেমা রিলিজের পরেই জানা যাবে কেন আমি ‘খেলা হবে’ বলেছি’।

কলকাতায় গান প্রকাশ অনুষ্ঠানে রণবীর সিং, আলিয়া ভাটের পাশাপাশি হাজির ছিলেন টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ও। এই ছবিতে আলিয়ার মায়ের চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী। আর বাবার চরিত্রে দেখা যাবে টোটাকে। বিতর্ক উঠেছিল রণবীর সিংয়ের রবিঠাকুরকে দাদাজি বলার দৃশ্য নিয়েও। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে চূর্ণী জানালেন, ”আমার মনে হয় এসব নিয়ে বিতর্ক না হওয়াই ভাল। কারণ, এই ছবিতে করণ খুব সুন্দরভাবে বাঙালিয়ানাকে তুলে ধরেছেন। কোথাও কোনও অসম্মান করা হয়নি। আমার মনে হয় ছবিটা দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে।”

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version