Thursday, August 21, 2025

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, বৃষ্টিতে ভেস্তে গেল ম‍্যাচ, খেলা ড্র, ১-০ ফলাফলে সিরিজ জয় ভারতের

Date:

Share post:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। ভিলেন বৃষ্টি, পঞ্চম দিনে গড়ালো না একটাও বল। খেলা ড্র ঘোষণা করেন আম্পায়ারেরা। ১-০ ফলাফলে সিরিজ জয় ভারতের। ম‍্যাচের সেরা মহম্মদ সিরাজ।

দ্বিতীয় টেস্ট জিততে ভারতের দরকার ছিল ৮ উইকেট। চতুর্থ দিনের শেষে লক্ষ্য পরিষ্কার ছিল দু’দলের কাছেই। দ্বিতীয় টেস্ট জিততে ভারতের দরকার ছিল ৮ উইকেট। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে করতে হত ২৮৯ রান। কিন্তু পঞ্চমদিন এক বলও হল না। সারাদিন ধরে হল বৃষ্টি। তার ফলে ভেস্তে গেল পঞ্চম দিনের খেলা। ড্র করেই সন্তুষ্ট থাকতে হল দু’দলকে। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হল তাঁদের।

চতুর্থ দিন প্রথমে মাত্র ৭.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ করে দেন ভারতীয় পেসারেরা। প্রথম ইনিংসে ক‍্যারিবিয়ানরা করেন ২৫৫ রান। পরে ২৪ ওভারে ১৮১ রান করে ডিক্লেয়ার করে দেয় ভারত। ক‍্যারিবিয়ানদের সামনে ৩৬৫ রানের লক্ষ‍্য রাখে ভারত। এরপর ব‍্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ৭৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম দিন ভারতের জয়ের জন‍্য দরকার ছিল ৮ উইকেট। কিন্তু পঞ্চম দিন খেলার আগে থেকেই বৃষ্টি পড়ে। ফলে হোটেল থেকে দেরিতে মাঠে যায় দু’দল। বৃষ্টির জন্য মধ্যাহ্নভোজের বিরতি নির্ধারিত সময়ের আগে নিয়ে নেওয়া নয়। একটা সময় বৃষ্টি থেমেছিল। কিন্তু মাঠে জল জমে থাকায় খেলা শুরু হতে দেরি হয়। মাঠকর্মীরা অনেক চেষ্টা করেন। কিন্তু খেলা শুরুর আগে আবার বৃষ্টি শুরু হয়। ম্যাচের ফল পাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় খেলতে হত দু’দলকে। কিন্তু বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযোগী করতে কতটা সময় লাগবে সেটা বোঝা যাচ্ছিল না। ফলে দু’দলের অধিনায়কের সঙ্গে কথা বলে খেলা ড্র ঘোষণা করেন আম্পায়ারেরা। প্রথম টেস্ট ইনিংস ও ১৪১ রানে জিতেছিল ভারত। সেই সুবাদে ১-০ ব্যবধানে সিরিজ জিতলেন রোহিতেরা।

এদিকে ২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ। এই সিরিজে প্রথম টেস্ট জিতে পুরো ১২ পয়েন্ট পেয়েছে ভারত। কিন্তু দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় দু’দলই ৪ পয়েন্ট করে পেল। ফলে ভারতের পয়েন্ট হল ১৬। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হল ৪।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...