এ কী কাণ্ড! ধরা পড়তেই ঘু.ষের সাড়ে চার হাজার টাকা গিলে ফেললেন সরকারি কর্মী

ঘুষ নিয়েছিলেন সাড়ে চার হাজার টাকা। কিন্তু আচমকাই দফতরে হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরা পড়তেই ঘুষের টাকা মুখে পুরে ফেলেন রাজস্ব দফতরের এক কর্মী।গ্রেফতার হতেই সাড়ে চারহাজার টাকা একসঙ্গে চিবোতে শুরু করেন মধ্যপ্রদেশের কটনি এলাকার এক সরকারি কর্মী। কিছুটা গিলেও ফেলেন তিনি। এই ঘটনায় হতবাক সকলেই।

আরও পড়ুনঃযোগীরাজ্যে যুবককে মার.ধর ও গায়ে প্রস্রা.ব! ভিডিয়ো ভাইরাল হতেই ‘সক্রিয়’ পুলিশ, গ্রে.ফতার ২

পুলিশ সূত্রে খবর, ধৃত সরকারি কর্মীর নাম গজেন্দ্র সিংহ ।একটি জমি মামলায় পাঁচ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ করেন চন্দন সিংহ লোধি নামে এক ব্যক্তি। জব্বলপুরে লোকায়ুক্ততে লোধি অভিযোগ জানান। তদন্তে নেমে গজেন্দ্রের অফিসে হানা দেয় লোকায়ুক্ত জব্বলপুরের দল। ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা নিচ্ছিলেন গজেন্দ্র। সেই সময়ই দেখেন তাঁর অফিসে হানা দিয়েছে লোকায়ুক্ত জব্বলপুরের দল। সঙ্গে সঙ্গে ঘুষের টাকা মুখের মধ্যে ভরে নেন গজেন্দ্র। তার পর চিবোতে থাকেন। কিছু টাকা গিলেও ফেলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে।


গজেন্দ্রকে গ্রেফতারের পর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বহু চেষ্টার পর গজেন্দ্রের মুখ থেকে ওই টাকা বার করা হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।