Saturday, August 23, 2025

ক্যারিবিয়ান দ্বীপে আগামিকাল থেকে শুরু ভারত – ওয়েস্ট ইন্ডিজ একদিনের ম্যাচ (India v/s WI ODI Match)। এরপরই এশিয়া কাপ (Asia Cup)। তারপরই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ পেতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। সেপ্টেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হবে রোহিত, বিরাটদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে সূচি প্রকাশ করে ৫ টেস্ট, ৮ টি-২০, ৩ একদিনের ম্যাচের কথা ঘোষণা করা হয়েছে। এর মাঝে রয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ICC Cricket World Cup 2023)।

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একদিনের ম্যাচ ও টি ২০ শেষে এশিয়া কাপ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। রোহিতদের ম্যাচ হবে দ্বীপ রাস্ট্র শ্রীলঙ্কায়। ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে বিরাট- হার্দিকদের মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী বাবর বাহিনী। ১৭ সেপ্টেম্বর শেষ হচ্ছে এশিয়া কাপ। ঠিক তার পাঁচ দিন পরেই অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে। প্রথম ম্যাচ খেলা হবে মোহালিতে। পরের ম্যাচ ইন্দোর ও রাজকোটে হবে বলে BCCI জানিয়েছে। মেগা ম্যাচে ভারতের বিশ্বকাপ প্রস্তুতি জোরদার হবে বলে মনে করা হচ্ছে। এই সিরিজ শেষ হচ্ছে ২৭ সেপ্টেম্বর। তারপরেই ৫ অক্টোবর ২০২৩ থেকে দেশের মাটিতে বিশ্বকাপ যুদ্ধ শুরু হতে চলেছে। তবে এই লড়াই শেষে স্বস্তি মিলবে না ব্লু ব্রিগেডের, ২৩ নভেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৩ ডিসেম্বর এই সিরিজ শেষ হওয়ার পর মাস খানেকের বিরতি। ফের সবুজ ঘাসে যুদ্ধ শুরু করবে টিম ইন্ডিয়া। পরের বছর অর্থাৎ জানুয়ারি মাসের ১১, ১৪, ১৭ তারিখ খেলা হবে আফগানিস্তানের বিরুদ্ধে। ২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভার‍ত। হায়দরাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট, রাঁচি ও ধর্মশালায় মোট পাঁচটি টেস্ট খেলা হবে।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version