Friday, August 22, 2025

পরীক্ষায় পাশ করলেও OMR কা.রচুপির তালিকায় উঠল নাম, বিপাকে পড়ে ‘র.ণংদেহি’ বাংলা শিক্ষিকা  

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ওএমআর শিটে (OMR Sheet) গরমিলের তালিকা প্রকাশ করেছে এসএসসি (SSC)। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের সেই ৯০৭ জনের তালিকা প্রকাশ হতেই একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। ওএমআর শিটের প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি-র সার্ভারের তথ্যের কোনও মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার নিয়ম মেনে স্কুল শিক্ষিকার চাকরি পেলেও মাথায় আকাশ ভেঙে পড়ল উত্তর দিনাজপুরের বাংলা শিক্ষিকার (North Dinajpur)। শিক্ষিকার নাম কবিতা বর্মণ (Kabita Burman)। নিয়ম মেনে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করলেও তাঁর নাম কীভাবে উত্তরপত্রে কারচুপি নিয়ে এসএসসি-র প্রকাশিত তালিকায় এল, তা বুঝতেই পারছেন না উত্তর দিনাজপুরের শিক্ষিকা কবিতা।

শিক্ষিকার দাবি, কোনও কারচুপি নয়, নিয়মমাফিক তিনি চাকরি পেয়েছিলেন। ২০১৬ সালে তিনি এসএসসি পরীক্ষা দেন। লিখিত পরীক্ষা ও মৌখিকে পাশ করার পর কাউন্সেলিং হয়, প্যানেলে নাম ওঠে। এরপর ২০১৮ সালে তিনি নিয়োগপত্র হাতে পেয়ে বালিজর হাই স্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে যোগ দেন। এখন উত্তরপত্রে কারচুপির তালিকায় তাঁর নাম যদি এসেই থাকে তাহলে তা প্রমাণ করার দায়িত্ব এসএসসি-র উপরেই বর্তায় বলেই মত শিক্ষিকার। জানা গিয়েছে, গরমিলের তালিকায় ৩০০ নম্বরে তাঁর নাম রয়েছে। তবে এসএসসি-র এই উত্তরপত্রে কারচুপির তালিকায় নাম থাকা কবিতা নাকি সাদা খাতা জমা দিয়েছিলেন। তারপরেও তিনি কীভাবে বহাল তবিয়তে কাজ করছেন তা নিয়ে ওঠে প্রশ্ন।

 

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যাশয় (Justice Abhijit Ganguly) আগেই নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যে ৯০৭ জনের বিকৃত উত্তরপত্র সিবিআই উদ্ধার করেছিল, তা দ্রুত প্রকাশ করতে হবে। এরপরই মঙ্গলবার সুপ্রিম কোর্ট (Supreme Court) উত্তরপত্র প্রকাশে স্থগিতাদেশ দেয়। তবে শুধুই শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া দেওয়া হয় দেশের শীর্ষ আদালতের তরফে। বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তালিকা প্রকাশ করল এসএসসি।

 

 

 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...