Thursday, December 4, 2025

পরীক্ষায় পাশ করলেও OMR কা.রচুপির তালিকায় উঠল নাম, বিপাকে পড়ে ‘র.ণংদেহি’ বাংলা শিক্ষিকা  

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ওএমআর শিটে (OMR Sheet) গরমিলের তালিকা প্রকাশ করেছে এসএসসি (SSC)। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের সেই ৯০৭ জনের তালিকা প্রকাশ হতেই একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। ওএমআর শিটের প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি-র সার্ভারের তথ্যের কোনও মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার নিয়ম মেনে স্কুল শিক্ষিকার চাকরি পেলেও মাথায় আকাশ ভেঙে পড়ল উত্তর দিনাজপুরের বাংলা শিক্ষিকার (North Dinajpur)। শিক্ষিকার নাম কবিতা বর্মণ (Kabita Burman)। নিয়ম মেনে লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করলেও তাঁর নাম কীভাবে উত্তরপত্রে কারচুপি নিয়ে এসএসসি-র প্রকাশিত তালিকায় এল, তা বুঝতেই পারছেন না উত্তর দিনাজপুরের শিক্ষিকা কবিতা।

শিক্ষিকার দাবি, কোনও কারচুপি নয়, নিয়মমাফিক তিনি চাকরি পেয়েছিলেন। ২০১৬ সালে তিনি এসএসসি পরীক্ষা দেন। লিখিত পরীক্ষা ও মৌখিকে পাশ করার পর কাউন্সেলিং হয়, প্যানেলে নাম ওঠে। এরপর ২০১৮ সালে তিনি নিয়োগপত্র হাতে পেয়ে বালিজর হাই স্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে যোগ দেন। এখন উত্তরপত্রে কারচুপির তালিকায় তাঁর নাম যদি এসেই থাকে তাহলে তা প্রমাণ করার দায়িত্ব এসএসসি-র উপরেই বর্তায় বলেই মত শিক্ষিকার। জানা গিয়েছে, গরমিলের তালিকায় ৩০০ নম্বরে তাঁর নাম রয়েছে। তবে এসএসসি-র এই উত্তরপত্রে কারচুপির তালিকায় নাম থাকা কবিতা নাকি সাদা খাতা জমা দিয়েছিলেন। তারপরেও তিনি কীভাবে বহাল তবিয়তে কাজ করছেন তা নিয়ে ওঠে প্রশ্ন।

 

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যাশয় (Justice Abhijit Ganguly) আগেই নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যে ৯০৭ জনের বিকৃত উত্তরপত্র সিবিআই উদ্ধার করেছিল, তা দ্রুত প্রকাশ করতে হবে। এরপরই মঙ্গলবার সুপ্রিম কোর্ট (Supreme Court) উত্তরপত্র প্রকাশে স্থগিতাদেশ দেয়। তবে শুধুই শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া দেওয়া হয় দেশের শীর্ষ আদালতের তরফে। বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তালিকা প্রকাশ করল এসএসসি।

 

 

 

 

spot_img

Related articles

আজ ডিসেম্বরের শীতলতম দিন! কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে

শীতের কামড় কলকাতাসহ দক্ষিণবঙ্গে। সাত বৃহস্পতির সকালে মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature) নামল ১৫ ডিগ্রিতে। এখনও পর্যন্ত আজকের দিনটিকেই...

জ্বলছে এটিএম, সাতসকালে অগ্নিকাণ্ড হাওড়ায়!

বৃহস্পতির সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে জ্বলন্ত এটিএম (fire breaks out in ATM) দেখে আতঙ্কিত হাওড়া জেলার (Howrah...

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...