চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই শেষ করতে হবে কলেজে ভর্তির প্রক্রিয়া। আগেই এই নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। এই অবস্থায় শহরের বেশ কিছু কলেজে কিছু আসন ফাঁকা থাকায় ফের খোলা হল ভর্তির পোর্টাল। ফলে ২৯ জুলাই ওই কলেজগুলির ফাঁকা আসনে ভর্তির আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। তিনদিন চলবে এই ভর্তি প্রক্রিয়া। লতি মাসের ১ জুলাই থেকে শুরু হয়েছে রাজ্যের কলেজগুলিতে স্নাতকে ভর্তির প্রক্রিয়া। উচ্চশিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী, আগামী ১ অগাস্ট থেকে কলেজের স্মাতক স্তরের ক্লাস শুরু করতে হবে।

আরও পড়ুন- বুদ্ধদেবের শারীরিক অবস্থা কেমন? কী জানাল মেডিক্যাল বোর্ড
