Saturday, May 3, 2025

উন্নয়নের মাধ্যমে বিরোধীর কুৎসার জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার সেই উন্নয়নের জেরেই এগিয়ে চলেছে বাংলার অর্থনীতি। সমৃদ্ধির এই গতি আগামী ৫ বছরে রাজ্যের অর্থনীতিকে কুয়েতের (Kuwait) অর্থনীতির সমতুল্য করে তুলতে পারে। এটা শাসকদলের কোনও প্রচার নয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এক সাম্প্রতিক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

আগামী ৪-৫ বছরের মধ্যেই রাজ্যের GDP একটা দৃষ্টান্তমূলক অঙ্কে পৌঁছে যাবে বলে আশা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবর্ষে জিডিপি দাঁড়াবে ২০ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। দেশের মোট অর্থনীতির ৪ শতাংশ জুড়ে থাকবে বাংলার অর্থনীতি। পৌঁছে যাবে কুয়েতের অর্থনীতির সমপর্যায়ে। ভারতের মধ্যে বাংলার স্থান হবে দ্বিতীয়। প্রথমে মহারাষ্ট্র।

৩৪ বছরের বাম শাসনকালে কীভাবে বাংলার অর্থনীতি ধ্বংস হয়েছিল, সেটা বিভিন্ন রিপোর্টে প্রকাশ। ঋণে ডুবিয়ে দিয়ে গিয়েছিল গোটা রাজ্যকে। নাভিশ্বাস উঠেছিল কৃষি এবং শিল্পের। ২০১১-তে শাসনক্ষমতায় এসে বাংলাকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিকল্প অর্থনীতির সাফল্যে ক্রয়ক্ষমতা বেড়েছে রাজ্যের সাধারণ মানুষের। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো অজস্র সমাজিক কল্যাণ প্রকল্পের দৌলতে দুরন্ত গতি এসেছে অর্থনীতিতে। গ্রাম এবং শহরের মধ্যে অর্থনৈতিক সেতুবন্ধনের ক্ষেত্রে এক ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে রাজ্য। তারই সোনার ফসল ফলছে অর্থনৈতিক প্রগতিতে। SBI-এর সমীক্ষা অনুযায়ী, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ২০২৮ সালের মধ্যে উঠে আসতে পারে ভারত।

 

 

 

Related articles

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...
Exit mobile version