Friday, August 29, 2025

আগামী ৫ বছরে বাংলার অর্থনীতি কুয়েতের সমান হতে পারে! কী বলছে SBI-এর রিপোর্ট

Date:

উন্নয়নের মাধ্যমে বিরোধীর কুৎসার জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার সেই উন্নয়নের জেরেই এগিয়ে চলেছে বাংলার অর্থনীতি। সমৃদ্ধির এই গতি আগামী ৫ বছরে রাজ্যের অর্থনীতিকে কুয়েতের (Kuwait) অর্থনীতির সমতুল্য করে তুলতে পারে। এটা শাসকদলের কোনও প্রচার নয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এক সাম্প্রতিক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

আগামী ৪-৫ বছরের মধ্যেই রাজ্যের GDP একটা দৃষ্টান্তমূলক অঙ্কে পৌঁছে যাবে বলে আশা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবর্ষে জিডিপি দাঁড়াবে ২০ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। দেশের মোট অর্থনীতির ৪ শতাংশ জুড়ে থাকবে বাংলার অর্থনীতি। পৌঁছে যাবে কুয়েতের অর্থনীতির সমপর্যায়ে। ভারতের মধ্যে বাংলার স্থান হবে দ্বিতীয়। প্রথমে মহারাষ্ট্র।

৩৪ বছরের বাম শাসনকালে কীভাবে বাংলার অর্থনীতি ধ্বংস হয়েছিল, সেটা বিভিন্ন রিপোর্টে প্রকাশ। ঋণে ডুবিয়ে দিয়ে গিয়েছিল গোটা রাজ্যকে। নাভিশ্বাস উঠেছিল কৃষি এবং শিল্পের। ২০১১-তে শাসনক্ষমতায় এসে বাংলাকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিকল্প অর্থনীতির সাফল্যে ক্রয়ক্ষমতা বেড়েছে রাজ্যের সাধারণ মানুষের। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো অজস্র সমাজিক কল্যাণ প্রকল্পের দৌলতে দুরন্ত গতি এসেছে অর্থনীতিতে। গ্রাম এবং শহরের মধ্যে অর্থনৈতিক সেতুবন্ধনের ক্ষেত্রে এক ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে রাজ্য। তারই সোনার ফসল ফলছে অর্থনৈতিক প্রগতিতে। SBI-এর সমীক্ষা অনুযায়ী, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ২০২৮ সালের মধ্যে উঠে আসতে পারে ভারত।

 

 

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version