Friday, November 7, 2025

আগামী ৫ বছরে বাংলার অর্থনীতি কুয়েতের সমান হতে পারে! কী বলছে SBI-এর রিপোর্ট

Date:

উন্নয়নের মাধ্যমে বিরোধীর কুৎসার জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার সেই উন্নয়নের জেরেই এগিয়ে চলেছে বাংলার অর্থনীতি। সমৃদ্ধির এই গতি আগামী ৫ বছরে রাজ্যের অর্থনীতিকে কুয়েতের (Kuwait) অর্থনীতির সমতুল্য করে তুলতে পারে। এটা শাসকদলের কোনও প্রচার নয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এক সাম্প্রতিক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

আগামী ৪-৫ বছরের মধ্যেই রাজ্যের GDP একটা দৃষ্টান্তমূলক অঙ্কে পৌঁছে যাবে বলে আশা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবর্ষে জিডিপি দাঁড়াবে ২০ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। দেশের মোট অর্থনীতির ৪ শতাংশ জুড়ে থাকবে বাংলার অর্থনীতি। পৌঁছে যাবে কুয়েতের অর্থনীতির সমপর্যায়ে। ভারতের মধ্যে বাংলার স্থান হবে দ্বিতীয়। প্রথমে মহারাষ্ট্র।

৩৪ বছরের বাম শাসনকালে কীভাবে বাংলার অর্থনীতি ধ্বংস হয়েছিল, সেটা বিভিন্ন রিপোর্টে প্রকাশ। ঋণে ডুবিয়ে দিয়ে গিয়েছিল গোটা রাজ্যকে। নাভিশ্বাস উঠেছিল কৃষি এবং শিল্পের। ২০১১-তে শাসনক্ষমতায় এসে বাংলাকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিকল্প অর্থনীতির সাফল্যে ক্রয়ক্ষমতা বেড়েছে রাজ্যের সাধারণ মানুষের। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো অজস্র সমাজিক কল্যাণ প্রকল্পের দৌলতে দুরন্ত গতি এসেছে অর্থনীতিতে। গ্রাম এবং শহরের মধ্যে অর্থনৈতিক সেতুবন্ধনের ক্ষেত্রে এক ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে রাজ্য। তারই সোনার ফসল ফলছে অর্থনৈতিক প্রগতিতে। SBI-এর সমীক্ষা অনুযায়ী, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ২০২৮ সালের মধ্যে উঠে আসতে পারে ভারত।

 

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version