Wednesday, August 20, 2025

আজ মণিপুরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবে ‘INDIA’ !

Date:

জাতি দাঙ্গার আগুনে দ্বগ্ধ মণিপুর(Manipur)। তিন মাস ধরেই পরিস্থিতি চললেও বিজেপির (BJP Government) ডাবল ইঞ্জিন সরকারের তাতে হেলদোল নেই। শনিবার মণিপুরের (Manipur) পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছে ‘ইন্ডিয়া’(I.N.D.I.A) জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল। বিকালে রাজধানী ইম্ফলে পৌঁছে বিমানবন্দর থেকেই কপ্টারে করে সরাসরি অশান্ত চূরাচন্দ্রপুর যান প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে নির্যাতিতা-সহ কুকি সম্প্রদায়ের নেতা ও মহিলা গোষ্ঠীর সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন ‘ইন্ডিয়া’র (I.N.D.I.A) সদস্যরা। আজ রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। তাঁদের কথায় দেশের এই রাজ্যের পরিস্থিতি যেকোনও মানুষের চোখে জল আনবে।

আদিবাসী কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে (Woman) নগ্ন করে রাস্তা দিয়ে হাতিয়ে নিয়ে যাওয়া এবং পরে তাঁদের গণধর্ষণের ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদী গোটা দেশ। ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল ওই মহিলাদের পরিবারের সঙ্গে দেখা করেন। জানা গেছে নগ্ন করে যে মহিলাকে রাস্তায় হাঁটানো হয়েছিল তাঁর মা পাথর অনুরোধ জানিয়েছেন ইন্ডিয়ার কাছে। তিনি বলছেন তার স্বামী এবং ছেলেকে সেদিনই খুন করা হয়েছিল কিন্তু আজও তাঁদের মৃতদেহ চোখের দেখা দেখতে পাননি। এই মহিলা জানান এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে আলোচ্য দুই সম্প্রদায় কখনোই আর বোধহয় একসঙ্গে থাকতে পারবে না। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, “ধর্ষণ এবং খুন দুটোই পুলিশের সামনে করা হয়েছিল। অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমি এই বিষয়টি রাজ্যপালের কাছে উত্থাপন করব।” একই কথা শোনা গেছে ডিএমকে সাংসদ কানিমোঝির মুখেও।মণিপুর পরিদর্শনে ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, গৌরব গগৈ, তৃণমূলের সুস্মিতা দেব, ডিএমকে-র কানিমোঝি, আরজেডি-র মনোজ কুমার ঝা, জেডি(ইউ) প্রধান রাজীব রঞ্জন (লালন) সিং-সহ ১৬ টি রাজনৈতিক দলের ২১ জন প্রতিনিধি। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করার পাশাপাশি এই রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শনের কথা রয়েছে তাঁদের।

 

 

 

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...
Exit mobile version