Sunday, November 9, 2025

আজ মণিপুরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবে ‘INDIA’ !

Date:

জাতি দাঙ্গার আগুনে দ্বগ্ধ মণিপুর(Manipur)। তিন মাস ধরেই পরিস্থিতি চললেও বিজেপির (BJP Government) ডাবল ইঞ্জিন সরকারের তাতে হেলদোল নেই। শনিবার মণিপুরের (Manipur) পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছে ‘ইন্ডিয়া’(I.N.D.I.A) জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল। বিকালে রাজধানী ইম্ফলে পৌঁছে বিমানবন্দর থেকেই কপ্টারে করে সরাসরি অশান্ত চূরাচন্দ্রপুর যান প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে নির্যাতিতা-সহ কুকি সম্প্রদায়ের নেতা ও মহিলা গোষ্ঠীর সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন ‘ইন্ডিয়া’র (I.N.D.I.A) সদস্যরা। আজ রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। তাঁদের কথায় দেশের এই রাজ্যের পরিস্থিতি যেকোনও মানুষের চোখে জল আনবে।

আদিবাসী কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে (Woman) নগ্ন করে রাস্তা দিয়ে হাতিয়ে নিয়ে যাওয়া এবং পরে তাঁদের গণধর্ষণের ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদী গোটা দেশ। ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল ওই মহিলাদের পরিবারের সঙ্গে দেখা করেন। জানা গেছে নগ্ন করে যে মহিলাকে রাস্তায় হাঁটানো হয়েছিল তাঁর মা পাথর অনুরোধ জানিয়েছেন ইন্ডিয়ার কাছে। তিনি বলছেন তার স্বামী এবং ছেলেকে সেদিনই খুন করা হয়েছিল কিন্তু আজও তাঁদের মৃতদেহ চোখের দেখা দেখতে পাননি। এই মহিলা জানান এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে আলোচ্য দুই সম্প্রদায় কখনোই আর বোধহয় একসঙ্গে থাকতে পারবে না। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, “ধর্ষণ এবং খুন দুটোই পুলিশের সামনে করা হয়েছিল। অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমি এই বিষয়টি রাজ্যপালের কাছে উত্থাপন করব।” একই কথা শোনা গেছে ডিএমকে সাংসদ কানিমোঝির মুখেও।মণিপুর পরিদর্শনে ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, গৌরব গগৈ, তৃণমূলের সুস্মিতা দেব, ডিএমকে-র কানিমোঝি, আরজেডি-র মনোজ কুমার ঝা, জেডি(ইউ) প্রধান রাজীব রঞ্জন (লালন) সিং-সহ ১৬ টি রাজনৈতিক দলের ২১ জন প্রতিনিধি। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করার পাশাপাশি এই রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শনের কথা রয়েছে তাঁদের।

 

 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version