Sunday, December 7, 2025

রবিবারের ‘মন কি বাত’- এ মণিপুর নিয়ে নীরব মোদি! 

Date:

Share post:

মাসের শেষ রবিবার ‘মন কি বাত’(Mann ki baat)অনুষ্ঠানে নিজের কথা দেশবাসীকে শোনান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন ১০৩ তম এপিসোডে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের নানা উন্নতির খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী (PM)। অমৃত কলস যাত্রা থেকে বৃক্ষরোপণ কর্মসূচি- সবকিছুই উঠে এলো ৪০ মিনিটের বক্তব্যে। শুধু উঠল না মণিপুর প্রসঙ্গ(Manipur issue)। যেভাবে সেখানকার মহিলাদের ধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় প্রকাশ্য রাস্তায় টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে, সেই নিয়ে একটা শব্দ খরচ করলেন না ভারতের প্রধানমন্ত্রী (PM of India)।

রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের জল সংরক্ষণের প্রশংসা করলেন মোদি। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী জানান যে আগামী ৯ আগস্ট থেকে দেশের বীর শহিদদের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কেন্দ্র শুরু করছে ‘মেরি মাটি মেরা দেশ’ প্রচার অভিযান। মাসিক এই রেডিও অনুষ্ঠানের এবারের পর্বে মোদি উল্লেখ করেছেন যে দেশের নানা প্রান্তের মাটি সাড়ে ৭ হাজার পাত্রে জড়ো করা হবে। এরপর সেই মাটি মিশিয়ে রোপণ করা হবে গাছের চারা। এই কলস যাত্রার প্রসঙ্গ বলতে গিয়ে তিনি তুলে এনেছেন বারাণসীর শ্রাবণী উৎসবের কথাও। গুজরাটের প্রাকৃতিক দুর্যোগের কথাও বললেন বটে কিন্তু মণিপুরের কথা একবারও উচ্চারণ করলেন না। বিরোধী জোটের ২১ সদস্য ইতিমধ্যেই মণিপুরে পৌঁছে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন। নির্যাতিতার পরিবার কান্নায় ভেঙে পড়েছে। নরেন্দ্র মোদি এইসব দিকে দৃষ্টিপাত না করে শ্রাবণী বেলার ধর্মীয় উৎসবের আনন্দ অনুষ্ঠানের কথা বেশি বেশি করে বললেন। সংখ্যালঘুদের মন পেতে অবশ্য হজ যাত্রার কথাও এবারের পর্বে শোনা গেছে তাঁর মুখে। তবে এই মুহূর্তে ভারতের অন্যতম জ্বলন্ত ইস্যু নিয়ে কেন নীরব নরেন্দ্র মোদি? ভোটের প্রচারের সময় মুখে যতই মহিলাদের উন্নয়নের কথা বলুন না কেন আসলে জাতি দাঙ্গায় জর্জরিত মণিপুরকে সামলাতে যে কেন্দ্র সরকার চূড়ান্ত ব্যর্থ তা ইতিমধ্যেই স্পষ্ট দেশবাসীর কাছে।

 

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে লোকগ্রাম মুখরিত, শুরু লোকসংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব

রাজ্যের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকে আরও উজ্জ্বল করে তোলার লক্ষ্যে লোকগ্রামে শুরু হল লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের...

‘পুরুষের গর্ভে’, উৎপল সিনহার কলম

টেনিদা যখন গড়গড়ির নলটা মুখে পুরে বসে আছে , আর সিন্ধুঘোটক যেন ' অর্ডার অর্ডার ' বলে চেঁচাচ্ছে...

কলকাতা ম্যারাথনের মুখ কেনি বেডনারেক, রাজপথে দৌড়াবেন জীবন যুদ্ধে জয়ীরাও

বিগত ৯ বছর ধরেই শীতের কলকাতার মেগা ইভেন্টের নাম টাটা স্টিল ম্যারাথন(kolkata marathon)। আগামী ২১ ডিসেম্বর কলকাতার রাজপথে...

ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করেই এগোতে চায় হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স

মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু বেঙ্গল সুপার লিগ। তার আগে শনিবার  হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের(Howrah Hooghly Warriors )জার্সি...