Saturday, November 8, 2025

বঙ্গে দোস্তি কেরলে কুস্তি! শিশু নির্যা.তনকাণ্ডে দক্ষিণে ‘সম্মুখ সমরে’ বাম-কংগ্রেস

Date:

Share post:

বাংলায় যেখানে শাসক দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে গলায় গলায় ভাব বাম ও কংগ্রেসের(Congress), অন্যদিকে দক্ষিণের রাজ্য কেরলে(Kerala) সম্মুখ সমরে এই দুই দল। সম্প্রতি কেরলে ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ নিন্দায় সরব। সেই ঘটনাকে হাতিয়ার করে কেরলের শাসকদল সিপিএমকে(CPM) তীব্র আক্রমণ শানালো বিরোধী কংগ্রেস। কেরলের স্বরাষ্ট্র দফতরকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দেগে মুখ্যমন্ত্রীর(Chief Minister) পদত্যাগ চাইলো প্রদেশ কংগ্রেস। ফলে রাজ্যে রাজ্যে বাম ও কংগ্রেসের দু’মুখো নীতি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে নিরুদ্দেশ ছিল এর্নাকুলাম জেলার ৫ বছরের এক শিশু। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার সারা রাত বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অলুভার একটি বাজারের একটি জলা জায়গা থেকে উদ্ধার করে শিশুটির দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে তাঁকে যৌন হেনস্থার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। রাতেই মূল অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। জানা যায়, মৃত নাবালিকার পরিবার ও অভিযুক্ত বিহারের বাসিন্দা। এই ঘটনার পরই কেরলের শাসকদল সিপিএমের বিরুদ্ধে সরব হয় বিরোধী কংগ্রেস।

কেরল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটে পিনারাই বিজয়ন সরকারের তীব্র সমালোচনা করা হয়। স্বরাষ্ট্র দফতরকে দুর্নীতিগ্রস্থ তোপ দেগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে কংগ্রেস লেখে, “মুখ্যমন্ত্রী শিশুদের জন্য নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছেন না।” পাশাপাশি আরও বলা হয়, জঘন্য সব অপরাধ দমন করতে বাম সরকার ব্যর্থ। পুলিশি অদক্ষতার অভিযোগ করেছে তারা। পাশাপাশি, কেরলে মাদক এবং মদের রমরমা বাড়ছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই রাজ্যে রাজ্যে বাম ও কংগ্রেসের নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, একদিকে বাংলায় গলায় গলায় ভাব বাম ও কংগ্রেসের। তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রে জোট বেধেছে তারা। অন্যদিকে কেরলে এই সিপিএম ও কংগ্রেস কট্টর বিরোধী। ফলে স্বভাবিকভাবেই প্রশ্নের মুখে বাম-কংগ্রেসের নীতি।

spot_img

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...