Monday, November 3, 2025

শনির দশা কাটছে না! ফের বড় বিপাকে লালুর পরিবার  

Date:

Share post:

খারাপ সময় কিছুতেই পিছু ছাড়ছে না। বিহারে (Bihar) চাকরির দুর্নীতি (Job Scam) মামলায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সেই মামলার তদন্ত চলাতে গিয়েই এবার বড় বিপাকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। সোমবারই লালু ও তাঁর পরিবারের প্রায় ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। চাকরি-দুর্নীতি মামলাতেই সোমবার লালুপ্রসাদ ও তাঁর পরিবারের এই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তবে যাদব পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের পর কেন্দ্রের মোদি সরকারকে নিশানা বিরোধীদের। বিরোধীদের অভিযোগ, বেছে বেছে বিজেপি বিক্ষুব্ধ নেতাদের বাড়িতে হানা দিয়ে অতিস্ক্রিয়তা প্রমাণে ব্যস্ত বিরোধীরা। যেখানে মণিপুরের মত রাজ্যে লাগাতার অশান্তি বেড়েই চলেছে সেদিক থেকে নজর ঘোরাতেই এমন পদক্ষেপ কেন্দ্রের।

লালুপ্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী রাবড়ি দেবী-(Rabri Devi) দুজনেই বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। ছেলে তেজস্বী যাদবও (Tehaswi Yadav) বর্তমানে বিহারের উপ-মুখ্যমন্ত্রী। আর সেকারণেই বিহারে চাকরির জন্য জমি দুর্নীতির মামলায় এঁদের প্রত্যেকের বিরুদ্ধেই তদন্ত শুরু করেছে ইডি। মাস কয়েক আগেই এই মামলায় বিহারের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ৬০০ কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করেছিল ইডি। তবে শুধু বিহারই নয় দিল্লি, এনসিআর, এবং রাঁচিতে বিপুল সম্পত্তির হদিশ মেলে। যার মধ্যে ৩৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং ২৫০ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

এদিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে জমি-দুর্নীতি মামলায় গত ৩ জুলাই চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটে লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের পাশাপাশি আরও ১৪ জনের নাম রয়েছে সিবিআইয়ের চার্জশিটে।

 

 

spot_img

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...