Friday, November 14, 2025

আজ ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নামছে ভারত, সিরিজ জয় লক্ষ‍্য রোহিতদের

Date:

আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে নামতে চলেছে ভারতীয় দল। তিন ম‍্যাচের একদিনের সিরিজে আজ ফয়সালা সিরিজের। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া।

মঙ্গলবার রোহিতদের ইজ্জতের সাওয়াল। যে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে যেতে পারেনি, তারাই বার্বাডোজে ভারতকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ করে করে ফেলেছে। মঙ্গলবার না জিতলে ইজ্জত গেল! কেনসিংটন ওভালে দ্বিতীয় ম্যাচে রোহিত-বিরাটকে একসঙ্গে বিশ্রাম দেওয়ার বিলাসিতা দেখিয়ে ডুবেছেন রাহুল দ্রাবিড়। তিনি যতই এশিয়া কাপ, বিশ্বকাপের কথা তুলে স্বপক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা করুন না কেন, নেট দুনিয়া তাঁর এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে।এমনিতেই কোচ হিসাবে দ্রাবিড়ের রেকর্ড বেশ খারাপ। তার উপর বার্বাডোজের হার ক্রিকেট ভক্তদের মধ্যে অসন্তোষ জাগিয়েছে। তবে পরিস্থিতি এমন যে শেষ ম্যাচে ফেরানো হচ্ছে দুই ব্যাটিং মহারথীকে। তবে বিরাট দলের সঙ্গে না আসায় কিঞ্চিৎ সংশয়ও তৈরি হয়েছে। এই দুজন ফিরলে বসতে হবে সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেলকে। যাঁদের দ্বিতীয় ম্যাচে বিশেষ কোনও অবদান ছিল বলে খবর নেই।

দ্রাবিড় আগের ম্যাচে হেরে তরুণদের দেখে নেওয়ার কথা বলেছেন। কিন্তু সেটা অনেকেরই পছন্দ হয়নি। মেগা টুর্নামেন্ট সামনে বলে আপনি এই ম্যাচকে অবহেলা করতে পারেন নাকি! প্রথম ম্যাচেও রোহিত পিছিয়ে অনেক পরে নেমেছিলেন। আর বিরাট ব্যাট হাতে নামেনইনি।

ওয়েস্ট ইন্ডিজ সাই হোপের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। টিম ইন্ডিয়া তাদের হালকাভাবে নিতে গিয়ে প্রবল চাপে পড়েছে। ৩-০-র ছবিটা আপাতত ১-১ অবস্থায়। এই ম্যাচে যারা জিতবে, সিরিজ তাদের। পোর্ট অফ স্পেনের উইকেট মতি ও শেফার্ডকে কতটা সুবিধা দেবে তার উপর ক্যারিবিয়ানদের সাফল্য নির্ভর করছে। আগের ম্যাচে হোপ টেনে নিয়ে গেলেও ক্যারিবিয়ান ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব রয়েছে। কুলদীপ-জাদেজা ঠিক এই জায়গাতেই চেপে ধরতে পারলে ক্যারিবিয়ানদের বিপদ আছে। কারণ তাঁদের এই দলে অভিজ্ঞতার অভাব। বারবার চাপে ভেঙে পড়ছে।

আরও পড়ুন:‘মাহি ভাইয়ের পরামর্শে খেলার ধরন বদলে গিয়েছে’, বললেন শিবম

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version