Wednesday, August 20, 2025

পাকিস্তানের একটি রাজনৈতিক সভায় আচমকাই বোমা বিস্ফোরণ ঘটে। এর জেরে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে প্রায় অর্ধেক শিশু। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি প্রায় ১৫০ জন। রবিবার ঘটনাটি ঘটে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। বিস্ফোরণের পিছনে ISIS জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে খাইবার পাখতুনখাওয়া দাবি পুলিশের। এই ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃপাকিস্তানে রাজনৈতিক সভায় বি.স্ফোরণে মৃ.ত বেড়ে ৫৪, আ.হত অন্তত ১৫০জন

পুলিশের তরফে জানানো হয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আফগান সীমান্তের কাছে খার শহরে জামিয়াত উলেমা ইসলাম-ফাজল (JUI-F) দলের সভায় যে বিস্ফোরণটি ঘটেছিল, সেটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল। এই বিস্ফোরণের পিছনে আইএস জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তবে এখনও তদন্ত চলছে এবং প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশের এক সিনিয়ার আধিকারিক জানিয়েছেন। তিনি জানান, আত্মঘাতী এই হামলায় ১০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। সভার মধ্যেই বসেছিল আত্মঘাতী হামলাকারী। সভামঞ্চের সামনেই বিস্ফোরিত হওয়া বিস্ফোরক মিলেছে বলে স্থানীয় পুলিশকর্মীরা জানিয়েছেন। এই বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশ আধিকারিক নাজির খান জানিয়েছেন।


অন্যদিকে, এই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪। যার মধ্যে ১৮ বছরের কম বয়সির রয়েছে ২৩ জন। এছাড়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি প্রায় ১৫০ জন। যার মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হেলিকপ্টারে করে পেশোয়ারে পাক সেনা হাসপাতালে পাঠানো হয়েছে এবং ৩৫ জনকে তিমারগঢ় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

 

 

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version