মণিপুর ইস্যুকে ধামাচাপা দিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল ১০০টাকা

মণিপুর ইস্যু নিয়ে উত্তাল সংসদের বাদল অধিবেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও আনা হয়েছে অনাস্থা প্রস্তাব। আর এসবের থেকে জনগণের নজর ঘোরাতে মাসের প্রথমেই দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় একেবারে ৯৯.৭৫ টাকা কমানো হয়েছে। অর্থাৎ প্রায় ১০০ টাকা দাম কমেছে। ফলে কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৮০২.৫০ টাকা। মুম্বই ও চেন্নাইয়ে দাম হয়েছে যথাক্রমে ১,৬৪০.৫০ টাকা এবং ১,৮৫২.৫০ টাকা।

আরও পড়ুনঃপাকিস্তানে রাজনৈতিক সভায় বি.স্ফোরণে মৃ.ত বেড়ে ৫৪, আ.হত অন্তত ১৫০জন



তবে, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমলেও রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১,১০৩ টাকা, কলকাতায় ১,১২৯ টাকা, মুম্বইয়ে ১,১০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১,১১৮.৫০ টাকা। একদিকে বাজারের মূল্যবৃদ্ধি অন্যদিকে গ্যাসের চড়া দামের কারণে সংসার চালাতে রীতিমত নাজেহাল দশা সাধারণ মানুষের। চলতি বছরের মার্চে শেষবার এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তিত করা হয়েছিল। ফলে আবার কবে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমবে, সেদিকে তাকিয়ে গৃহস্থরা।