ঘুমোচ্ছেন প্রধানমন্ত্রী, মণিপুর নিয়ে এবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় INDIA জোট

ঘন ঘন বিদেশ সফর করলেও মণিপুরে যাওয়ার প্রয়োজন বোধ করেন না মোদি। মণিপুর ইস্যুতে তাই এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন INDIA জোটের প্রতিনিধিরা

আড়াই মাস অতিক্রান্ত। জাতিদাঙ্গায় জ্বলছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন মনিপুর। হিংসা থামাতে ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকার। অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘন ঘন বিদেশ সফর করলেও মণিপুরে যাওয়ার প্রয়োজন বোধ করেন না মোদি। মণিপুর ইস্যুতে তাই এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন INDIA জোটের প্রতিনিধিরা।

অশান্ত উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি চোখে দেখে ফেরার পর ১৬ দলের প্রতিনিধিরা সমস্ত রিপোর্ট দিতে চান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। সেই মর্মে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছেন অধীররঞ্জন চৌধুরী, সুস্মিতা দেবরা। রাষ্ট্রপতি সাক্ষাতের সময় দিলেই তাঁরা রাইসিনা হিলে গিয়ে মণিপুর ইস্যু নিয়ে কথা বলবেন।

প্রসঙ্গত, INDIA জোটের তরফে সর্বপ্রথম বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব ছিল, বিরোধীদের এক প্রতিনিধি দল মণিপুরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখুক। সেই প্রস্তাব মেনে ১৬ দলের মোট ২০ জন প্রতিনিধি গত সপ্তাহান্তে মণিপুর যান। চূড়াচাঁদপুর এলাকার শরণার্থী শিবির ঘুরে দেখে, আশ্রিতদের সঙ্গে কথা বলে সেখানকার রাজ্যপালকে স্মারকলিপি তুলে দেওয়া হয়।এবার তাঁরা চাইছেন, মণিপুরের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে।

আরও পড়ুন:ডেঙ্গি, ম্যালেরিয়ার সঙ্গে ফের বাড়ছে কো.ভিড উদ্বেগ! বর্ধমানে ২ আক্রান্তের মৃ.ত্যু

 

 

Previous articleডেঙ্গি, ম্যালেরিয়ার সঙ্গে ফের বাড়ছে কো.ভিড উদ্বেগ! বর্ধমানে ২ আক্রান্তের মৃ.ত্যু
Next articleসাত সকালে দিল্লির সবজি বাজারে কী করলেন রাহুল গান্ধী?