Friday, November 28, 2025

তিলজলায় ব্যবসায়ী অপহর*ণকাণ্ডে সাসপেন্ড পুলিশকর্মী ! কেন?

Date:

Share post:

তিলজলায় ব্যবসায়ী অপহরণ কাণ্ডের তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই হদিশ মিলছে বড় চক্রের। এবার এই ঘটনায় সাসপেন্ড করা হল এসটিএফের এসআইকে। শুধু সাসপেন্ড নয়, প্রমাণ জোগাড় করে ওই পুলিশ কর্মীকে জেরা করতেই বয়ানে অসঙ্গতি মিলেছে বলে খবর। এরপরই গ্রেফতার করা হয়েছে ওই পুলিশকর্মীকে। যদিও পুলিশের তরফে গোটা ঘটনায় ওই এসআইয়ের ঠিক কী ভূমিকা ছিল তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ রবিবার ফের হাওড়া-বর্ধমান শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল রেলের, প্রভাব শিয়ালদহ শাখায়

গত বৃহস্পতিবার রাজমুল সেখ ওরফে রাজু নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। ফারাক্কার বাসিন্দা তিনি। প্রথমে ডিটারজেন্টের ব্যবসা করতেন। পরে চিনার পার্কের এক ব্যক্তির কথায় ক্রিপ্টোকারেন্সির ব্যাবসা শুরু করেন। বৃহস্পতিবার তিলজলার কাছে একটি রেস্তোরাঁর সামনে থেকে তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। সঙ্গে সঙ্গে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন রাজমূলের আত্মীয়রা। অপহরণকারীরা ফোনে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ। এরপরই তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন দিঘা থেকেই মুক্তিপণ চেয়ে ফোন করা হয়।


গোয়েন্দা পুলিশরা দিঘায় হানা দিয়ে অপহৃত ব‌্যক্তিকে উদ্ধার করে কলকাতায় নিয়ে আসেন। দিঘা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। সোমবার হজাওড়া থেকে মম্মদ ইমরান নামে আরও একজনকে এই ঘটনায় গ্রেফতার করে পুলিশ। ইমরান ফারাক্কার বাসিন্দা। অপহরণকারীদের মধ্যে মূলপাণ্ডা আলকাস খান। লালবাজার জানায়, ক্রিপ্টোকারেন্সির টাকা নিয়ে বিবাদ থেকে ব‌্যবসায়ীকে অপহরণ করা হয়। আলকাস রাজমুলকে ব্যবসার জন্য ১ কোটি ২৭ লক্ষ টাকা দিয়েছিল। কিন্তু রাজমুল সেই টাকা আর ফেরত দিচ্ছিল না। সেজন্য তাঁকে অপহরণের ছক কষে। তদন্তে নেমেই ঘটনার সঙ্গে এসটিএফের এক এসআই-এর যোগ রয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা। মঙ্গলবার গোটা রাত তাকে জেরা করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান, চক্রান্তকারীদের মধ্যে একজন পুলিশকর্মী।

spot_img

Related articles

তৃণমূলের ৫ প্রশ্নের জবাব দিতে পারল না নির্বাচন কমিশন, বৈঠকে ‘গালগল্প’ জ্ঞানেশ কুমারের

তৃণমূলের তোলা পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারলেন না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyenesh Kumar)। পূর্ব নির্ধারিত সূচি...

সমস্যা মিটিয়ে বিয়ে করবেন স্মৃতি-পলাশ? বড় ঘোষণা সুরকারের মায়ের

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের(Palash muchhal-Smriti Mandhana) সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৮ নভেম্বর (শুক্রবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

ইচ্ছা থাকলেই উচ্চশিক্ষা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ূয়াদের সংখ্যা পেরলো ১ লক্ষ! খুশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাড়িয়েছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banarjee) সরকার। উচ্চশিক্ষায় সহায়ক হওয়ার লক্ষ্যে তৃতীয়বার ২০২১ সালে...