এবার আর্জেন্টিনা থেকে বার্সেলোনা পেরিয়ে মেসি ম্যাজিক ছড়িয়ে পড়ল মায়ামি ক্লাবে। কার্যত মেসি জ্বরে কাঁপছে যুক্তরাষ্ট্রের এই ক্লাব। যার ফলে ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়।লিগস কাপে আগামী রবিবার এফসি ডালাসের মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি। আর এলএম টেন মায়ামিতে যোগ দেওয়ার পর প্রতিপক্ষের মাঠে হবে এটাই তাঁর প্রথম ম্যাচ। তাই এই ম্যাচ নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে মেসি ভক্তদের মধ্যে।

মায়ামির হয়ে এখনও পর্যন্ত মেসি তিনটি ম্যাচ খেলেছেন, যার মধ্যে দুটি ম্যাচেই তিনি তাঁর ভক্তদের জোড়া গোল উপহার দিয়েছেন এবং একটি ম্যাচে ১ গোল করেন। তাই রবিবাসরীয় ম্যাচ নিয়ে যুক্তরাষ্ট্রের দর্শকদের মধ্যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ে রয়েছে, যার ফলে টিকিট ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে। যার মূল্য ৯ হাজার ডলার।
জানা গিয়েছে, মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর থেকে চলতি বছরে যে পরিমাণ মেসির জার্সি সহ মায়ামি ক্লাবের ক্রীড়া সরঞ্জাম বিক্রি হয়েছে তা অন্যান্য বছরগুলোর তুলনায় অনেক বেশি। এমনকি রবিবারের ম্যাচের আগে সব টিকিট হট কেকের মতো বিক্রি হয়ে যাওয়ায় পুনরায় বিক্রি করা যায় এমন টিকিট সংগ্রহের অনুরোধ করা হয়েছে ডালাসের পক্ষ থেকে। সব মিলিয়ে রবিবাসরীয় ম্যাচ নিয়ে এখন থেকে যুক্তরাষ্ট্রের দর্শকরা টগবগ করে ফুটছে।
