Thursday, August 28, 2025

সুমন করাতি, হুগলি

এ যেন গঙ্গা জলেই গঙ্গা পুজো। আজ সঙ্গীতের অন্যতম কিংবদন্তি কিশোর কুমারের জন্মদিন (Kishore Kumar Birth Day)। চারিদিকে আজ কিশোর ভক্তরা কার্যত উৎসবের আকারেই তাঁদের প্রিয় সুরেলা গুরুদেবের গানে মেতেছেন। ব্যতিক্রমী নন হুগলি জেলার কোন্নগরের (Konnagar , Hooghly) কিশোর অনুরাগী ডি রতন ওরফে রতন দাস (Ratan das)। এই মফস্বলের অলিতে গলিতে কান পাতলেই সকাল থেকে শোনা যাচ্ছে ‘ম্যায় হুঁ ডন’ থেকে শুরু করে কিশোর কুমারের বহু গান। অন্যান্য বছরের মতো এই বছরেও তিনি চায়ের দোকান থেকে শুরু করে বাজারে কিশোর গানের ডালি নিয়ে পৌঁছে যাচ্ছেন।

কিশোর কুমার বাঙালির আবেগের নাম। সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল এই নক্ষত্র তাঁর সৃষ্টির মাধ্যমে আজও রয়ে গেছেন সকলের মনে। তাই তাঁর জন্মদিন মানে সকাল থেকেই ব্যস্ত ডি রতন। গত কয়েকদিন ধরেই চলছিল ৪ আগস্ট পালনের প্রস্তুতি। নিজে নিজে সকাল থেকে নানা জায়গায় কিশোরের গান গাইছেন তিনি। সঙ্গে আবার সান্ধ্যকালীন গানের জলসার আয়োজন করা হয়েছে। বহু সঙ্গীতপ্রেমী তথা কিশোরভক্তদের কথা মাথায় রেখে বহু বছর ধরেই তিনি এই অনুষ্ঠান করে আসছেন। কোভিড কালে একবার মাত্র সেই অনুষ্ঠানে ছেদ পড়লেও ২০২২ সাল থেকে আবারও রীতি মেনে এই দিনটি পালিত হয় মহাসমারোহে। এদিন রতনবাবু জানান যে আগামীতে কোন্নগরের বুকে কিশোর কুমারের আবক্ষ মূর্তি তৈরির ইচ্ছেও রয়েছে তাঁর।

 

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version