Tuesday, August 26, 2025

স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের পুরস্কার পেল আমতার বি বি ধর গ্রামীণ হাসপাতাল

Date:

মুখ্যমন্ত্রী শহরের পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার উন্নতিতেও সমান জোর দেন। সেই লক্ষ্যে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোগুলোকেও মজবুত করে গড়ে তোলা হয়েছে। আর তারই সুফল মিলল হাতেনাতে। আমতার বি বি ধর গ্রামীণ হাসপাতাল স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের পুরস্কার ছিনিয়ে নিল। দেশের বিভিন্ন হাসপাতালের সঙ্গে টক্কর দিয়ে হাওড়ার এই গ্রামীণ হাসপাতাল কেন্দ্রের পুরস্কার জেতায় খুশি এলাকাবাসী।

জানা গিয়েছে, ইনডোর, আউটডোর, জরুরি বিভাগ, লেবার রুম, ফার্মাসি, রেডিওলজি ও ল্যাবরেটরি-সহ ন’টি বিভাগ নিয়ে এই পুরস্কার জিতেছে। ২১ ও ২২ জুন কেন্দ্রীয় প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে আসে। সমস্ত বিভাগ ঘুরে, খুঁটিয়ে দেখে কর্মীদের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। কথা বলেন রোগী ও তাঁদের পরিবারের লোকজনদের সঙ্গেও। তারপর এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্য দফতরকে বিবি হাসপাতালের পুরস্কার জেতার বিষয়টি লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়।

সুপার সুকান্ত বিশ্বাস জানান, ‘‘ন’টি বিভাগে আমাদের প্রাপ্ত গড় নম্বর ৭৭.০৫ শতাংশ। ন’টি বিভাগের জন্যেই আমরা মনোনয়ন দিয়েছিলাম। ন’টি বিভাগেই উত্তীর্ণ হয়ে তিন বছরের জন্য বার্ষিক পাঁচ লক্ষ টাকা করে পুরস্কার জিতলাম। মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য দফতরের অগ্রগতির দিশা দেখাচ্ছেন, সেই পথে হেঁটেই সর্বভারতীয় স্তরে আমাদের হাসপাতালের এই সাফল্য এল। তবে আমাদের আরও কাজ করতে হবে আগামীতে।”

আরও পড়ুন- সকাল ৬ টা থেকেই শহরে নি.ষিদ্ধ লরি, নয়া নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version