Wednesday, November 12, 2025

স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের পুরস্কার পেল আমতার বি বি ধর গ্রামীণ হাসপাতাল

Date:

মুখ্যমন্ত্রী শহরের পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার উন্নতিতেও সমান জোর দেন। সেই লক্ষ্যে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোগুলোকেও মজবুত করে গড়ে তোলা হয়েছে। আর তারই সুফল মিলল হাতেনাতে। আমতার বি বি ধর গ্রামীণ হাসপাতাল স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের পুরস্কার ছিনিয়ে নিল। দেশের বিভিন্ন হাসপাতালের সঙ্গে টক্কর দিয়ে হাওড়ার এই গ্রামীণ হাসপাতাল কেন্দ্রের পুরস্কার জেতায় খুশি এলাকাবাসী।

জানা গিয়েছে, ইনডোর, আউটডোর, জরুরি বিভাগ, লেবার রুম, ফার্মাসি, রেডিওলজি ও ল্যাবরেটরি-সহ ন’টি বিভাগ নিয়ে এই পুরস্কার জিতেছে। ২১ ও ২২ জুন কেন্দ্রীয় প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে আসে। সমস্ত বিভাগ ঘুরে, খুঁটিয়ে দেখে কর্মীদের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। কথা বলেন রোগী ও তাঁদের পরিবারের লোকজনদের সঙ্গেও। তারপর এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের স্বাস্থ্য দফতরকে বিবি হাসপাতালের পুরস্কার জেতার বিষয়টি লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়।

সুপার সুকান্ত বিশ্বাস জানান, ‘‘ন’টি বিভাগে আমাদের প্রাপ্ত গড় নম্বর ৭৭.০৫ শতাংশ। ন’টি বিভাগের জন্যেই আমরা মনোনয়ন দিয়েছিলাম। ন’টি বিভাগেই উত্তীর্ণ হয়ে তিন বছরের জন্য বার্ষিক পাঁচ লক্ষ টাকা করে পুরস্কার জিতলাম। মুখ্যমন্ত্রী যেভাবে স্বাস্থ্য দফতরের অগ্রগতির দিশা দেখাচ্ছেন, সেই পথে হেঁটেই সর্বভারতীয় স্তরে আমাদের হাসপাতালের এই সাফল্য এল। তবে আমাদের আরও কাজ করতে হবে আগামীতে।”

আরও পড়ুন- সকাল ৬ টা থেকেই শহরে নি.ষিদ্ধ লরি, নয়া নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version