Sunday, December 21, 2025

মেয়ের জন্মের পরই দুঃসংবাদ! কেঁদে ভাসালেন বিপাশা বসু

Date:

Share post:

একদিকে ইলিয়ানার পুত্র সন্তানের জন্মের খবর প্রকাশ্যে এসেছে, আর অন্যদিকে বঙ্গতনয়া বিপাশা বসু (Bipasa Basu)জানালেন তাঁর সন্তানের কষ্টের কথা। ইন্টারভিউ দিতে দিতেই লাইভে কেঁদে ফেললেন ‘ রাজ’ সিনেমার নায়িকা। গত বছরের নভেম্বর মাসে ‘মিষ্টি’ কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী। করণ- বিপাশার (Karan Singh Grover & Bipasa Basu) কোল আলো করে দেবী বসু সিং-এর জন্ম হলেও, এরপরের কিছু মাস মারাত্মক যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন বিপাশা (Bipasa Basu)। নেহা ধুপিয়ার লাইভ চ্যাট শোয়ে এসে সেই কঠিন সময়ের কথা বলতে গিয়েই হাপুস নয়নে কেঁদে ফেললেন অভিনেত্রী। একরত্তির হার্টে ফুটো, চিকিৎসকদের কথায় ভেঙ্গে পড়েন মা বিপাশা। কীভাবে সামলালেন সেই কঠিন সময়?

সদ্যজাত সন্তানের জন্মের পরই বিপাশা আর করণ জানতে পারেন যে মেয়ের হার্টে বড় দুটো ফুটো রয়েছে। যেগুলো নিজে থেকে সেরে ওঠা অসম্ভব। কিন্তু এত ছট বাচ্চার অপারেশন করা যাবে না, অন্তত মাস তিনেক বয়স পর্যন্ত অপেক্ষা করতেই হবে। চিকিৎসকদের সেই কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেছিল বিপাশার। ডাক্তারদের পরামর্শমতো কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন মেয়েকে। সাক্ষাৎকারে সেই কঠিন দিনের কথায় জানান মুম্বইবাসী বঙ্গকন্যা। তিনি বলেন, “যে কোন সাধারণ মা-বাবার থেকে আমাদের জার্নিটা অনেকটাই আলাদা। আমার মুখে এই মুহূর্তে যে হাসিটা রয়েছে, সেটা তখন ছিল না। আমি চাই না কোন মায়ের সাথে এমন হোক। সদ্য মা হয়েছি তখন। সন্তান হওয়ার তৃতীয় দিনে জানতে পারি যে জন্মসূত্রে ওর হৃদয়ে দুটি ছিদ্র রয়েছে। একজন নতুন মা হিসেবে…”- এইটুকু বলতে গিয়েই কান্নায় গলা বুজে আসে অভিনেত্রীর। তিনি বলছেন এই কথা কখনই প্রকাশ্যে আনতে চাননি। কিন্তু এমন লড়াই অনেক মাকেই হয়তো লড়তে হয়েছে। সেই কথা স্মরণ করিয়ে বিপাশা জানান এখন মিষ্টি মেয়েকে নিয়ে তিনি আর করণ ভাল আছেন। প্রথম পাঁচটা মাস সমস্যার মধ্যে গেলেও এখন সম্পূর্ণ সুস্থ আছেন ৯ মাসের শিশুকন্যা।


 

 

 

 

spot_img

Related articles

সঙ্গীতশিল্পীকে হেনস্থা: কয়েক ঘণ্টায় ভগবানপুরে গ্রেফতার অভিযুক্ত

শিল্প ও শিল্পীর রক্ষায় কোনও বেনিয়ম বরদাস্ত নয়। বারবার এমন নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিফলন...

মোদিরাজ্যে চিড়িয়াখানায় কোবরার কামড়ে মৃত্যু সিংহীর

নজিরবিহীন ঘটনা! গুজরাটের ভদোদরার সায়াজিবাগ চিড়িয়াখানার (Sayajibaug in Vadodara) ১৪৫ বছরের ইতিহাসে প্রথম সাপের কামড়ে কোনও সিংহীর মৃত্যু...

নৈরাজ্যের বাংলাদেশে অশান্তির আগুন, কী প্রতিক্রিয়া বাংলার বিনোদন জগতের শিল্পীদের 

চিরঞ্জিত চক্রবর্তী (অভিনেতা): বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। সেই সব ধ্বংস হয়ে যাচ্ছে। যা কিছু ভাল, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিল্প-সংস্কৃতির...

জোহানেসবার্গে বন্দুকবাজের হামলায় মৃত ১০, তদন্ত শুরু পুলিশের 

নিউইয়র্ক, সিডনির পর এবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকবাজের হামলা (Gunman attacks in Johannesburg, South Africa)। বেকারসডল এলাকায় একটি...