Thursday, December 25, 2025

প্রথম বক্তা রাহুলই, মঙ্গলে মণিপুর ইস্যুতে অনাস্থা প্রস্তাব আলোচনা সংসদে

Date:

Share post:

মণিপুর(Manipur) ইস্যুতে লোকসভায়(Loksava) কৌশলে মোদিকে বিবৃতি দিতে বাধ্য করতেই বিরোধী ইন্ডিয়া জোটের তরফে আনা হয়েছে অনাস্থা প্রস্তাব। মঙ্গলবার থেকে সংসদে শুরু হচ্ছে মণিপুর হিংসা ইস্যুতে সেই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা। সেখানেই এই প্রস্তাব সমর্থনে প্রথম বক্তা হতে চলেছেন কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। সাংসদ পদ ফিরে পেয়ে লোকসভায় ফিরেই সরাসরি মণিপুর ইস্যুতে মোদিকে আক্রমণে বিঁধবেন রাহুল। এছাড়াও তৃণমূলের তরফে এই প্রস্তাব আলোচনায় বক্তব্য রাখবেন সৌগত রায়(Sougata Roy) এবং কাকলি ঘোষদস্তিদার। আগামী মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার লোকসভায় অনাস্থা নিয়ে আলোচনা হবে ৪ ঘণ্টা করে। প্রথমে ১৭ ঘণ্টা সময় দিলেও পরে তা কমিয়ে ১২ ঘণ্টা করা হয়। তারমধ্যে তৃণমূলের(TMC) জন্য বরাদ্দ করা হয়েছে ৩০ মিনিট সময়।

সূত্রের খবর, অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে আলোচনায় চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত, সংসদীয় গণতন্ত্রের অবমাননার অভিযোগ থেকে শুরু করে মণিপুর প্রসঙ্গ তুলবে তৃণমূল কংগ্রেস। মণিপুর নিয়ে বক্তব্য রাখার সময় মণিপুরি ভাষায় বক্তব্য রাখবেন কাকলি ঘোষদস্তিদার। উল্লেখ্য, মণিপুরে সরজমিনে তদন্তে যাওয়া ইন্ডিয়া জোটের প্রতিনিধি দলের সদস্য ছিলেন তিনি।
এদিকে সোমবার মণিপুর নিয়ে আলোচনা না হওয়ায় ওয়াকআউট করেন ইন্ডিয়ার সাংসদরা। কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক মনিকাম টেগোর বলেন, “মণিপুর নিয়ে আলোচনা না করায়, ইন্ডিয়া জোটের দলগুলি লোকসভা থেকে ওয়াকআউট করে। মোদি সরকারের অহংকারী মনোভাব সংসদীয় গণতন্ত্রকে আঘাত করেছে। ১৪০ জন সাংসদের অনুপস্থিতিতেই সরকার বিল পাস করাচ্ছে। লজ্জাহীন একটা সরকার।”

তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার বলেন, “আমরা মণিপুর গিয়েছিলাম ৭৭তম দিনে। আর ৭৮তম দিনে প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন। শুধু মণিপুরই জ্বলছে না, সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে ,সারাদেশে অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধূলিসাৎ করে দিচ্ছে মোদি সরকার। এর আগেও দেশে বিজেপি সরকার ছিল। যদিও এমন অবনতি কোনওদিন হয়নি।” এদিকে সোমবার লোকসভায় মণিপুর নিয়ে ইন্ডিয়া শিবিরের প্রবল বিক্ষোভের মধ্যেই তথ্য সুরক্ষা বিলটি পাশ করিয়ে নিয়েছে মোদি সরকার। এই বিলে দেশের জনগণের গোপনীয়তার অধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে বিরোধীদের তরফে। যদিও সংখ্যাগরিষ্ঠতার দাপটে লোকসভায় বিলটি পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। অভিযোগ, এই বিলটি পাশ করিয়ে দেশের জনগণের ওপর নজরদারি বাড়ানোর পথ তৈরি করছে মোদি সরকার।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...