ডে.ঙ্গি নিয়ে কলকাতা পুরসভার বিশেষ অ্যাডভাইসারি প্রকাশ!

রাজ্যে ডেঙ্গি (Dengue) প্রতিরোধে কলকাতা পুরসভায় (Kolkata Municipal corporation) উচ্চপর্যায়ের বৈঠক বসে আজ। স্বাস্থ্য অধিকর্তার পাশাপাশি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র সেই বৈঠকে উপস্থিত ছিলেন। বর্ষার জমা জলে এডিস মশার দাপট বাড়ছে। সেই কারণেই রাজ্যের ডেঙ্গি (Dengue ) আক্রান্তের সংখ্যা নিয়ে চিন্তায় চিকিৎসকেরা। এই অবস্থায় আজ মঙ্গলবার ডেঙ্গি নিয়ে কলকাতা পুরসভার বিশেষ অ্যাডভাইসারি প্রকাশ পেল।

ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলায় শহরের স্কুলগুলি জন্য বিশেষ নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা(KMC)। স্কুল চত্বরে আশেপাশে কোথাও যাতে জল না জমে তার জন্য বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে। সরকারি এবং বেসরকারি স্কুলগুলিকে এ নিয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। পড়ুয়াদের স্কুল পোশাকের দিকে বিশেষ নজর দিয়ে ফুলহাতা জামা এবং ফুলপ্যান্ট পরে স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছে পুরসভা।

আরও পড়ুন- সংসদে I.N.D.I.A. জোট আওয়াজ তুলতেই হেমন্ত সোরেনকে তলব ইডি-র

Previous articleসংসদে I.N.D.I.A. জোট আওয়াজ তুলতেই হেমন্ত সোরেনকে তলব ইডি-র
Next articleময়দানে ন্য.ক্কারজনক ঘটনা! ব.র্ণ বৈষ.ম্যের নিকৃষ্ট উদাহরণ, প্রতিপক্ষকে পি.ষলেন ইংল‍্যান্ডের ফুটবলার