ভারী বৃষ্টিতে ফের ন’জনের মৃ*ত্যু উত্তরাখণ্ডে, জলের তলায় বহু বাড়ি

0
1

বর্ষার মরসুম আসতেই উত্তর ভারতের একাধিক রাজ্যে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে।অতি বৃষ্টিতে ইতিমধ্যেই হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড , দিল্লি সহ একাধিক রাজ্যে বহু মানুষের মৃত্যুর খবর মিলেছে।বুধবার রাতে ভারী বর্ষণে উত্তরাখণ্ডের ন’জনের মৃত্যুর খবর মিলেছে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হৃষীকেশের ধলওয়ালা এবং খারা এলাকা । জলের অতলায় একাধিক বাড়ি।


আরও পড়ুনঃ টানা বৃষ্টির জের! উত্তরাখণ্ডে ধসের কারণে বাড়ছে মৃ.তের সংখ্যা, জোরকদমে চলছে উদ্ধারকাজ  


ইতিমধ্যেই বাসিন্দাদের উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। জলমগ্ন এলাকা থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।
এদিকে রাজ্যের অতি বৃষ্টির জেরে কপালে ভাঁজ পড়েছে উত্তরাখণ্ড প্রশাসনের। আবহাওয়ার পূর্বাভাস নিয়মিত দেখে চার ধাম তীর্থযাত্রীদের পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।