টিটাগড়ে (Titagarh) থাকার সময় ক্লোজ, ব্যারাকপুরে রহস্যমৃত্যু। ঠিক কী ঘটেছিল ব্যারাকপুর পুলিশ লাইনের ASI এর সঙ্গে (Barrackpore ASI Death Mystery)? বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসার শুভেন্দু কুমার ঘোষের (Shubhendu Kumar Ghosh) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজের কোয়ার্টারের ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার। আত্মহত্যা নাকি খুন তা এখনই স্পষ্ট নয়। তদন্তে নেমে পুলিশ সহকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা যাচ্ছে।
