Friday, December 5, 2025

কলকাতা লিগে দুরন্ত জয় মোহনবাগানের, FCI-কে হারাল ৫-০ গোলে

Date:

Share post:

কলকাতা লিগে দুরন্ত পারফরম্যান্স মোহনবাগান সুপার জায়ান্ট-এর। জয়ের ধারা অব‍্যাহত বাস্তব রায়ের দলের। কলকাতা লিগে এদিনও দুরন্ত জয় পেল মোহনবাগান। এফসিআই-কে হারাল ৫-০ গোলে। বাগানের হয়ে পাঁচ গোল রাজ বাসফোর, ভিয়ান, নাওরেম, দীপেন্দু বিশ্বাস এবং টাইসনের। ম‍্যাচের সেরা অভিষেক সূর্যবংশি। এই জয়ের ফলে নিজেদের গ্রুপের শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান। সাত ম্যাচের শেষে তাদের পয়েন্ট ১৯। এদিন বাগানের ম‍্যাচ দেখতে আসেন হেড কোচ জুয়ান ফেরান্দো এবং টিডি হাবাস।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় সবুজ মেরুন। তবে নিজেদের পায়ে বল ধরে রেখে খেলে এফসিআই-ও। ম‍্যাচের ১২ মিনিটে মাথায় দারুণ একটা আক্রমণ করে মোহনবাগান। প্রায় প্রতিপক্ষের বক্সে ঢুকে গিয়েছিল বাগানের ফুটবলাররা। তবে সফল হতে পারেননি। তবে প্রথম গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাগান ব্রিগেডকে। ম‍্যাচের ২৭ মিনিটে ১-০ এগিয়ে যায় বাস্তব রায়ের দল। বাগানের হয়ে গোলটি করেন রাজ বাসফর। এরপর ম‍্যাচের ৩৮ মিনিটে দারুণ সুযোগ চলে আসে কিয়ানের সামনে।ভিয়ানের বাড়ানো বলটি দারুণ জায়গায় পেয়েছিলেন কিয়ান। তবে সেই সুযোগ নষ্ট করেন কিয়ান নাসিরি। চারটি টাচে এফসিআই-এর কাছে পৌঁছে গিয়েছিল কিয়ান। এরপর দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। ভিয়ানের গোলে ২-০ করে মোহনবাগান। টাইসন গতি বাড়িয়ে পাশ দেয় সেখান থেকে গোল করলেন ভিয়ান। প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকে সবুজ মেরুন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে মোহনবাগান। কিয়ানকে বসিয়ে ফারদিন আলি মোল্লাকে মাঠে নামান বাস্তব রায়। চলে একর পর আক্রমণ। যার ফলে ম‍্যাচের ৫৭ মিনিটে ৩-০ এগিয়ে যায় বাগান ব্রিগেড। বাগানের হয়ে তৃতীয় গোলটি করেন নাওরেম। একটা ভুল পাশ খেলেন এফসিআই-এর ফুটবলাররা। মাঠের ডান দিক থেকে বল পান নাওরেম। এবং সেখান থেকে ফিনিশ করেন তিনি। এরপর একের পর এক আক্রমনে যায় সবুজ মেরুন। যার ফলে ম‍্যাচের ৮৪ মিনিটে ৪-০ এগিয়ে যায় মোহনবাগান। ব্যাক হেড দিয়ে গোল করেন দীপেন্দু। এরপর এফসিআই-এর দীপ বাগ দুটো হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখলেন। ফলে ম্যাচের ৮৭ মিনিটে এফসিআই ১০ জনে হয়ে যায়। ম‍্যাচের অতিরিক্ত সময়ে বাগানের হয়ে ৫-০ করেন টাইসন।

আরও পড়ুন:ইডেনের সাজঘরে মেরামতির কাজ , সেখানেই লাগে আগুন : সূত্র

 

 

 

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...